
পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের রসদ সরবরাহ করলেন ইউনিস খান। তাঁর বিস্ফোরক মন্তব্যে এসেছে সে সময়ের সিনিয়র ক্রিকেটার আফ্রিদির নামও। ইউনিস দাবি করেছেন, ২০০৯ সালে আফ্রিদিসহ অনেক সিনিয়র খেলোয়াড় অধিনায়কত্ব পাওয়ার আশায় তাঁর পেছনে লেগেছিলেন!
ইউনিস জানিয়েছেন, ওই সময়ে পাকিস্তানের খেলোয়াড়েরা যে তাঁর অধিনায়কত্ব কিংবা দৃঢ় ব্যক্তিত্ব পছন্দ করতেন না, বিষয়টা আসলে এমন নয়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি আমাকে নিয়ে সতীর্থদের কোনো সমস্যা থাকত তারা আমার সঙ্গে তখন কথা বলতে পারত। ওরা দাবি করছিল, আমাকে অধিনায়কের পদ থেকে ওরা সরাতে চায়নি। তবে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে ক্রিকেট বোর্ড আমার সঙ্গে কথা বলেছিল।’
ইউনিস সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তিনি তার ক্যারিয়ারের শেষ চার বছর ঘরে বসে কাটিয়েছেন। আর শুধু ক্রিকেট নিয়ে ভেবেছেন। ২০১৬ সালে হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি জানালেন, সিদ্ধান্তটা আসলে তাৎক্ষণিক ছিল না, ‘আমি সিদ্ধান্তটা আগেই নিয়েছিলাম। ক্যারিয়ারের শেষ দুই বছর দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলাম না।’
তবে অবসরের পেছনে আরেকটা কারণও আছে ইউনিসের। তখনকার পিসিবির প্রধান নির্বাচক হারুন রাশেদের ওপর কিছুটা অভিমান করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ইউনিস বলছেন, ‘প্রধান নির্বাচক হারুন রাশেদ আমাকে একদিন ম্যাচের আগে ডেকেছিল। তাকে তখন বলেছিলাম, অবসরের ব্যাপারে ভাবছি। সে তখন আমাকে উচ্চস্বরে বলেছিল, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমাকে পরের ইংল্যান্ড সিরিজে দলে নিয়েছিল। তখন খেলেছি শুধু মাত্র টিম ম্যানেজমেন্ট চেয়েছিল বলে। সেদিন আসলে তার এমন ব্যবহারে কষ্ট পেয়েছিলাম। এবং সে কারণেই পরের দিন সকালেই অবসরের ঘোষণা দিয়েছিলাম।’

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের রসদ সরবরাহ করলেন ইউনিস খান। তাঁর বিস্ফোরক মন্তব্যে এসেছে সে সময়ের সিনিয়র ক্রিকেটার আফ্রিদির নামও। ইউনিস দাবি করেছেন, ২০০৯ সালে আফ্রিদিসহ অনেক সিনিয়র খেলোয়াড় অধিনায়কত্ব পাওয়ার আশায় তাঁর পেছনে লেগেছিলেন!
ইউনিস জানিয়েছেন, ওই সময়ে পাকিস্তানের খেলোয়াড়েরা যে তাঁর অধিনায়কত্ব কিংবা দৃঢ় ব্যক্তিত্ব পছন্দ করতেন না, বিষয়টা আসলে এমন নয়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি আমাকে নিয়ে সতীর্থদের কোনো সমস্যা থাকত তারা আমার সঙ্গে তখন কথা বলতে পারত। ওরা দাবি করছিল, আমাকে অধিনায়কের পদ থেকে ওরা সরাতে চায়নি। তবে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে ক্রিকেট বোর্ড আমার সঙ্গে কথা বলেছিল।’
ইউনিস সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তিনি তার ক্যারিয়ারের শেষ চার বছর ঘরে বসে কাটিয়েছেন। আর শুধু ক্রিকেট নিয়ে ভেবেছেন। ২০১৬ সালে হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি জানালেন, সিদ্ধান্তটা আসলে তাৎক্ষণিক ছিল না, ‘আমি সিদ্ধান্তটা আগেই নিয়েছিলাম। ক্যারিয়ারের শেষ দুই বছর দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলাম না।’
তবে অবসরের পেছনে আরেকটা কারণও আছে ইউনিসের। তখনকার পিসিবির প্রধান নির্বাচক হারুন রাশেদের ওপর কিছুটা অভিমান করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ইউনিস বলছেন, ‘প্রধান নির্বাচক হারুন রাশেদ আমাকে একদিন ম্যাচের আগে ডেকেছিল। তাকে তখন বলেছিলাম, অবসরের ব্যাপারে ভাবছি। সে তখন আমাকে উচ্চস্বরে বলেছিল, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমাকে পরের ইংল্যান্ড সিরিজে দলে নিয়েছিল। তখন খেলেছি শুধু মাত্র টিম ম্যানেজমেন্ট চেয়েছিল বলে। সেদিন আসলে তার এমন ব্যবহারে কষ্ট পেয়েছিলাম। এবং সে কারণেই পরের দিন সকালেই অবসরের ঘোষণা দিয়েছিলাম।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে