ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কায় স্পিন জাদু দেখিয়েই যাচ্ছেন তাইজুল ইসলাম। গল থেকে কলম্বো—লঙ্কানরা রানের বন্যা বইয়ে দিলেও তাইজুল উইকেট পাচ্ছেন নিয়মিত। স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
কলম্বোতে গতকাল লাহিরু উদারার উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এখানেই থেমে থাকেননি। আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তিনি নিয়েছেন পাথুম নিশাংকা ও ধনাঞ্জয়া ডি সিলভার গুরুত্বপূর্ণ দুটি উইকেট। লাঞ্চের পর থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে তাইজুল ছুঁয়ে ফেলেন সাকিবকে। বিদেশের মাঠে টেস্টে এই নিয়ে এখন পর্যন্ত পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে এই তালিকায় তাইজুল, সাকিব যৌথভাবে শীর্ষে। বিদেশের মাঠে সাকিবও টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।
বাংলাদেশিদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিব-তাইজুলের পরে আছেন আরও দুই স্পিনার। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ রফিক—দুজনই দেশের বাইরে টেস্টে তিনবার করে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ ও রবিউল ইসলামের বিদেশে দুই বার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
সাকিবকে একটি রেকর্ডে ছুঁলেও তাঁর আরেকটি রেকর্ড ভাঙতে একটু দূরেই আছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ১৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব। এই তালিকায় দুইয়ে থাকা তাইজুল ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৭ বার। যেভাবে ছন্দে আছেন তাইজুল, তাতে হয়তো সাকিবের এই রেকর্ডও ভেঙে যেতে পারে।

আসিথা ফার্নান্দোকে ফিরিয়েই কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ইতি টেনেছেন তাইজুল। ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৪২.৫ ওভারে ১৩১ রান খরচ করে তাইজুল নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ৪ ওভার মেডেন দিয়েছেন। নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে একমাত্র কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো ১৬১ রানে পিছিয়ে।
আরও পড়ুন:

শ্রীলঙ্কায় স্পিন জাদু দেখিয়েই যাচ্ছেন তাইজুল ইসলাম। গল থেকে কলম্বো—লঙ্কানরা রানের বন্যা বইয়ে দিলেও তাইজুল উইকেট পাচ্ছেন নিয়মিত। স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
কলম্বোতে গতকাল লাহিরু উদারার উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এখানেই থেমে থাকেননি। আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তিনি নিয়েছেন পাথুম নিশাংকা ও ধনাঞ্জয়া ডি সিলভার গুরুত্বপূর্ণ দুটি উইকেট। লাঞ্চের পর থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে তাইজুল ছুঁয়ে ফেলেন সাকিবকে। বিদেশের মাঠে টেস্টে এই নিয়ে এখন পর্যন্ত পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে এই তালিকায় তাইজুল, সাকিব যৌথভাবে শীর্ষে। বিদেশের মাঠে সাকিবও টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।
বাংলাদেশিদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিব-তাইজুলের পরে আছেন আরও দুই স্পিনার। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ রফিক—দুজনই দেশের বাইরে টেস্টে তিনবার করে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ ও রবিউল ইসলামের বিদেশে দুই বার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
সাকিবকে একটি রেকর্ডে ছুঁলেও তাঁর আরেকটি রেকর্ড ভাঙতে একটু দূরেই আছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ১৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব। এই তালিকায় দুইয়ে থাকা তাইজুল ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৭ বার। যেভাবে ছন্দে আছেন তাইজুল, তাতে হয়তো সাকিবের এই রেকর্ডও ভেঙে যেতে পারে।

আসিথা ফার্নান্দোকে ফিরিয়েই কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ইতি টেনেছেন তাইজুল। ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৪২.৫ ওভারে ১৩১ রান খরচ করে তাইজুল নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ৪ ওভার মেডেন দিয়েছেন। নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে একমাত্র কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো ১৬১ রানে পিছিয়ে।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৪ ঘণ্টা আগে