
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির কোনো বিশ্বকাপে। এবার একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করবেন তিনি।
আজ সৈকতকে রেখেই আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচের হিসেবে সবচেয়ে বড় কোনো বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ২০ জন ফিল্ড আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি। আগামী ২ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
৫৫ ম্যাচের টুর্নামেন্টে সৈকতের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন গত বছরের আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা রিচার্ড ইলিংওর্থ, কুমার ধর্মসেনা ক্রিস গ্যাফানি, পল রাইফেল, জোয়েল উইলসনের মতো আম্পায়াররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তো গ্যাফানি এবং রাইফেল পরিচালনাও করেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিংয়ের পুরস্কার এ বছরের মার্চে পেয়েছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির কোনো বিশ্বকাপে। এবার একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করবেন তিনি।
আজ সৈকতকে রেখেই আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচের হিসেবে সবচেয়ে বড় কোনো বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ২০ জন ফিল্ড আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি। আগামী ২ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
৫৫ ম্যাচের টুর্নামেন্টে সৈকতের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন গত বছরের আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা রিচার্ড ইলিংওর্থ, কুমার ধর্মসেনা ক্রিস গ্যাফানি, পল রাইফেল, জোয়েল উইলসনের মতো আম্পায়াররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তো গ্যাফানি এবং রাইফেল পরিচালনাও করেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিংয়ের পুরস্কার এ বছরের মার্চে পেয়েছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে