Ajker Patrika

ব্যর্থ সাকিব, রিশাদের ঘূর্ণি জাদুতে ফাইনালে লাহোর

ক্রীড়া ডেস্ক    
ব্যর্থ সাকিব, রিশাদের ঘূর্ণি জাদুতে ফাইনালে লাহোর
রিশাদের ঘূর্ণি জাদুতে ফাইনালে লাহোর। ছবি: ফেসবুক

জাতীয় দলের ডিউটির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন রিশাদ হোসেন। ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ার পর পুনরায় পিএসএল শুরু হলেও গতকালই প্রথম মাঠে নামলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়ালিফায়ার ম্যাচে কী দুর্দান্ত প্রত্যাবর্তনই করলেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলার পথে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

জাতীয় দলের আরেক সতীর্থ সাকিব আল হাসান ব্যর্থ হলেও রিশাদ দেখিয়েছেন ঝলক। ব্যাট হাতেও ২ বলে করেন ৫ রান। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিলেন ‘শূন্য’।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওপেনার মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার ঝোড়ো ফিফটিতে ২০২ রান তোলে লাহোর। নাইম ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। সমানসংখ্যক চার ও ছক্কায় ৩৫ বলে ৬১ রান আসে পেরেরার ব্যাট থেকে। সাকিব ২ বলে ফেরেন ০ রানে। রিশাদ ২ বল মোকাবিলায় একটি চারের সহায়তায় করেছেন ৫ রান। ইসলামাবাদের তায়মাল মিলস নিয়েছেন ৩টি উইকেট।

২০৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ। দলের দুই ব্যাটার সালমান আলি আঘা (৩৩) ও শাদাব খান (২৬) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৫.১ ওভারেই অলআউট হয়ে যায় ইসলামাবাদ। লাহোরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, সালমান মির্জা ও রিশাদ। শাহিন শাহ ৩ উইকেটের জন্য খরচ করেন ৩ রান। ম্যাচসেরা সালমান মির্জা দিয়েছেন ১৫ রান, রিশাদ দিয়েছেন ৩৪ রান।

তবে রিশাদের ৩টি উইকেট ছিল বেশ গুরুত্বপূর্ণ। সালমান আলি, শাদাব ও জিমি নিশামকে ফেরান দুর্দান্ত ঘূর্ণিতে। কাল একই মাঠে ফাইনালে শিরোপার জন্য লড়বে লাহোর ও কোয়েটা গ্লাডিয়েটর্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত