Ajker Patrika

কিউইদের ধবলধোলাই করতে পারলেন না সোহানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিউইদের ধবলধোলাই করতে পারলেন না সোহানরা
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন নাসুম। কিন্তু জেতাতে পারেননি দলকে। ছবি: বিসিবি

সিরিজ আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটের একাডেমি মাঠে আজ লক্ষ্য ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলকে ধবলধোলাই করার। কিন্তু সেই স্বাদ দিতে পারেননি নুরুল হাসান সোহানরা। উল্টো হেরেই শেষ করতে হয় সিরিজ।

সিলেটের আউটার স্টেডিয়ামে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ২২৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। যদিও নাসুম আহমেদ, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে জয়ের সম্ভাবনাই দেখছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে কিউইদের জয়ের বন্দরে নিয়ে যান ডিন ফক্সক্রফট ও জ্যাক ফুকস। দলের হয়ে ৪৩ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন ফক্সক্রফট। ফুকস অপরাজিত থাকেন ২৮ রানে।

তাড়া করতে নেমে কিউইদের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৭৭ রান যোগ করেন রাইস মারিউ (৩৩) ও ডেল ফিলিপস। ১২ তম ওভারে ফিলিপসকে (৩৪) বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন নাঈম। এরপর নাসুম-মোসাদ্দেকও তাদের স্পিনে ভালোভাবে চেপে ধরেন কিউইদের। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু তিন স্পিনারের ১০ ওভারের কোটা শেষ হওয়ার পর ম্যাচ ধীরে ধীরে ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে। প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট।

আগের দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভালো সুবিধা করতে পারেনি তারা। ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে গেছে সোহানের দল।

মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদ খেলেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংসে পার হয় ২০০। ১০৪ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৫০ পেরোনো নিয়েই শঙ্কা তৈরি হয়। চার নম্বরে নেমে ইয়াসির ৬৫ বলে ৬৩ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন। ৩টি ছক্কার সঙ্গে মেরেছেন ৭টি চার।

দলীয় ১৪৬ রানে ফেরেন ইয়াসির। তখনো সংগ্রহটা বেশ ছোটই ছিল। কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের নিয়ে একা লড়াই চালিয়ে গেছেন নাসুম। দলের প্রয়োজনের সময় ৯৭ বলে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ফিফটি থাকলেও লিস্ট ‘এ ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস এবং প্রথম ফিফটি। আগে সর্বোচ্চ ছিল ৪৪ রান।

শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের দারুণ এক জুটি গড়েন নাসুম। এ জুটির কল্যাণেই স্কোর ২০০ পেরোয় বাংলাদেশের ১২ রানে অপরাজিত থাকেন ইবাদত। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিত্য আশোক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচের সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের কাছেই রেখেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত