নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজ আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটের একাডেমি মাঠে আজ লক্ষ্য ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলকে ধবলধোলাই করার। কিন্তু সেই স্বাদ দিতে পারেননি নুরুল হাসান সোহানরা। উল্টো হেরেই শেষ করতে হয় সিরিজ।
সিলেটের আউটার স্টেডিয়ামে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ২২৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। যদিও নাসুম আহমেদ, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে জয়ের সম্ভাবনাই দেখছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে কিউইদের জয়ের বন্দরে নিয়ে যান ডিন ফক্সক্রফট ও জ্যাক ফুকস। দলের হয়ে ৪৩ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন ফক্সক্রফট। ফুকস অপরাজিত থাকেন ২৮ রানে।
তাড়া করতে নেমে কিউইদের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৭৭ রান যোগ করেন রাইস মারিউ (৩৩) ও ডেল ফিলিপস। ১২ তম ওভারে ফিলিপসকে (৩৪) বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন নাঈম। এরপর নাসুম-মোসাদ্দেকও তাদের স্পিনে ভালোভাবে চেপে ধরেন কিউইদের। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু তিন স্পিনারের ১০ ওভারের কোটা শেষ হওয়ার পর ম্যাচ ধীরে ধীরে ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে। প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট।
আগের দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভালো সুবিধা করতে পারেনি তারা। ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে গেছে সোহানের দল।
মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদ খেলেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংসে পার হয় ২০০। ১০৪ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৫০ পেরোনো নিয়েই শঙ্কা তৈরি হয়। চার নম্বরে নেমে ইয়াসির ৬৫ বলে ৬৩ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন। ৩টি ছক্কার সঙ্গে মেরেছেন ৭টি চার।
দলীয় ১৪৬ রানে ফেরেন ইয়াসির। তখনো সংগ্রহটা বেশ ছোটই ছিল। কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের নিয়ে একা লড়াই চালিয়ে গেছেন নাসুম। দলের প্রয়োজনের সময় ৯৭ বলে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ফিফটি থাকলেও লিস্ট ‘এ ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস এবং প্রথম ফিফটি। আগে সর্বোচ্চ ছিল ৪৪ রান।
শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের দারুণ এক জুটি গড়েন নাসুম। এ জুটির কল্যাণেই স্কোর ২০০ পেরোয় বাংলাদেশের ১২ রানে অপরাজিত থাকেন ইবাদত। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিত্য আশোক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচের সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের কাছেই রেখেছে বাংলাদেশ।

সিরিজ আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটের একাডেমি মাঠে আজ লক্ষ্য ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলকে ধবলধোলাই করার। কিন্তু সেই স্বাদ দিতে পারেননি নুরুল হাসান সোহানরা। উল্টো হেরেই শেষ করতে হয় সিরিজ।
সিলেটের আউটার স্টেডিয়ামে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ২২৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। যদিও নাসুম আহমেদ, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে জয়ের সম্ভাবনাই দেখছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে কিউইদের জয়ের বন্দরে নিয়ে যান ডিন ফক্সক্রফট ও জ্যাক ফুকস। দলের হয়ে ৪৩ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন ফক্সক্রফট। ফুকস অপরাজিত থাকেন ২৮ রানে।
তাড়া করতে নেমে কিউইদের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৭৭ রান যোগ করেন রাইস মারিউ (৩৩) ও ডেল ফিলিপস। ১২ তম ওভারে ফিলিপসকে (৩৪) বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন নাঈম। এরপর নাসুম-মোসাদ্দেকও তাদের স্পিনে ভালোভাবে চেপে ধরেন কিউইদের। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু তিন স্পিনারের ১০ ওভারের কোটা শেষ হওয়ার পর ম্যাচ ধীরে ধীরে ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে। প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট।
আগের দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভালো সুবিধা করতে পারেনি তারা। ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে গেছে সোহানের দল।
মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদ খেলেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংসে পার হয় ২০০। ১০৪ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৫০ পেরোনো নিয়েই শঙ্কা তৈরি হয়। চার নম্বরে নেমে ইয়াসির ৬৫ বলে ৬৩ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন। ৩টি ছক্কার সঙ্গে মেরেছেন ৭টি চার।
দলীয় ১৪৬ রানে ফেরেন ইয়াসির। তখনো সংগ্রহটা বেশ ছোটই ছিল। কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের নিয়ে একা লড়াই চালিয়ে গেছেন নাসুম। দলের প্রয়োজনের সময় ৯৭ বলে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ফিফটি থাকলেও লিস্ট ‘এ ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস এবং প্রথম ফিফটি। আগে সর্বোচ্চ ছিল ৪৪ রান।
শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের দারুণ এক জুটি গড়েন নাসুম। এ জুটির কল্যাণেই স্কোর ২০০ পেরোয় বাংলাদেশের ১২ রানে অপরাজিত থাকেন ইবাদত। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লেগ স্পিনার আদিত্য আশোক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচের সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের কাছেই রেখেছে বাংলাদেশ।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে