ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের চেনা-জানা ডেরা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ বলেই তাঁর এই বাজি।
মিরপুর আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন নাঈম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি (শ্রীলঙ্কা থেকে), সেটা ধরে রাখার চেষ্টা করব।’
২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার সফরকারী দলে নেই একঝাঁক তারকা ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের কাছে পরীক্ষা দিতে হবে না বাংলাদেশ দলকে। তবু পাকিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলায় জন্য বেশ ভয়ংকরও পাকিস্তানের এবারের দলটি।
তবে এবার ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরই এগিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার নাঈম, ‘অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল।’
বল হাতে রিশাদ-শরীফুলরা রয়েছেন দারুণ ছন্দে। বোলিংয়ে আস্থা রেখে নাঈম বললেন, ‘এখন আমাদের বোলাররা ভালো ছন্দে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।’
শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দুই সিরিজের দলে থাকলেও ২১ মাস পর ফেরা নাঈম একাদশে ছিলেন শুধু একটি টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছিলেন ২৯ বলে ৩২ রান। মন্থর ইনিংসটির সমালোচনাও হয় ব্যাপক। কিন্তু নাঈম জানালেন, ওই পজিশনে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না তিনি।

শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের চেনা-জানা ডেরা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ বলেই তাঁর এই বাজি।
মিরপুর আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন নাঈম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি (শ্রীলঙ্কা থেকে), সেটা ধরে রাখার চেষ্টা করব।’
২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার সফরকারী দলে নেই একঝাঁক তারকা ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের কাছে পরীক্ষা দিতে হবে না বাংলাদেশ দলকে। তবু পাকিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলায় জন্য বেশ ভয়ংকরও পাকিস্তানের এবারের দলটি।
তবে এবার ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরই এগিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার নাঈম, ‘অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল।’
বল হাতে রিশাদ-শরীফুলরা রয়েছেন দারুণ ছন্দে। বোলিংয়ে আস্থা রেখে নাঈম বললেন, ‘এখন আমাদের বোলাররা ভালো ছন্দে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।’
শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দুই সিরিজের দলে থাকলেও ২১ মাস পর ফেরা নাঈম একাদশে ছিলেন শুধু একটি টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছিলেন ২৯ বলে ৩২ রান। মন্থর ইনিংসটির সমালোচনাও হয় ব্যাপক। কিন্তু নাঈম জানালেন, ওই পজিশনে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে