
ঘরের বাইরে খেলতে গেলে বাংলাদেশ কেন খাবি খায় তা বহুল চর্চিত বিষয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহদের ভরাডুবির পর আবারও সামনে আসতে শুরু করেছে সেই সব সমস্যা। বাংলাদেশে খেলে যাওয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মুশফিক-মাহমুদউল্লাহদের ভরাডুবির কারণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
টেন স্পোর্টসের ম্যাচ বিশ্লেষণী এক অনুষ্ঠানে বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক, ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটাররা। ঘরের মাঠে স্পিন উইকেট, অফস্পিনে বেশি নির্ভরতা, পেসারদের গুরুত্ব না দেওয়ার মতো বিষয়গুলোর কারণেই বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ সব ম্যাচ হেরেছে বলে মত পাকিস্তানের এই ক্রিকেটারদের।
সর্ব প্রথমে বিসিবির কর্মকর্তাদের ধুয়ে দিয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘বাংলাদেশের দর্শক এমনকি ক্রিকেট বোর্ড পর্যন্ত মনে করে তারা সবাই একেকজন বিশেষজ্ঞ। আমি বলব, আপনারা উদ্ভট। আপনারা ক্রিকেট চালাতে পারেন, কিন্তু ক্রিকেটে বিশেষজ্ঞ হতে পারেন না। আপনাদের বোর্ডে বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে, শুধু কোচ নিয়োগ দিলেই চলবে না।’
মিসবাহ-উল-হক বলেছেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে পেস ও বাউন্সে খাবি খায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতিমান বোলারের ১৪০ কিলোমিটারের বলে ব্যাক অব লেংথ, বাউন্সে ব্যাটসম্যানদের সমস্যা বোঝা হয়ে গেছে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ খুব বেশি অফ স্পিনারদের ওপর নির্ভরশীল। লেগ স্পিনাররা সুযোগ পান না বলেই চলে। গুগলি, লেগ স্পিন ব্যাটসম্যানরা খেলতে পারে না বলাই যায়। লেগ স্পিনার না-ই থাকতে পারে, কিন্তু স্পিনার তৈরি করতে তো কাজ করতে হবে। লেগ স্পিনাররা যেকোনো পিচেই ভালো করতে পারে।’
মাহমুদউল্লাহ-মুশফিকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পেসার ওয়াহাব রিয়াজ, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের শারীরিক ভাষা দেখে মনে হয়নি তারা জেতার জন্য খেলছে। অনেকটা জোর করে খেলেছে। বিশ্বকাপ ভালো হয়নি, অনেক ম্যাচ হেরেছে—এমনটা হতেই পারে। কিন্তু ব্যাটারদের দেখে মনে হয়েছে তারা শুধু আসা-যাওয়ার জন্য মাঠে নেমেছে। কেউ উইকেটে থাকার জন্য আসেনি। ১৪০ কিলোমিটার গতির বলে কীভাবে আক্রমণ করতে হয়, সেই টেকনিকেও ঘাটতি ছিল।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে মিসবাহ, রিয়াজ দুজনেরই। সেই অভিজ্ঞতা থেকে রিয়াজ বলেছেন, ‘প্রায় সব দলেই একাধিক স্পিনার। পেসার খুব কম দেখা যায়। বাংলাদেশের পেসার ব্যাটারি খুবই সীমাবদ্ধ। আগে যিনি অধিনায়ক ছিলেন, সেই মাশরাফি বিন মর্তুজা দলকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলেন। মাহমুদউল্লাহ তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এর বাইরে সবাইকে খুব উদ্ভট লেগেছে।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের সেরা দশে ছয়জনই লেগ স্পিনার। খুব দ্রুতই লেগ স্পিনারদের নিয়ে বিসিবিকে কাজ করার পরামর্শ দিলেন ওয়াসিম, ‘বাংলাদেশকে লেগ স্পিনারদের নিয়ে কাজ করতে হবে। তাদের উৎসাহ দিতে হবে। ভুল থেকে তাদের শিখতে হবে। বাংলাদেশের খেলার ধরনটাই আমার চোখে লেগেছে। খেলায় হার-জিত থাকবেই, তাই বলে ৭০, ৭৩ রান করে অলআউট হতে হবে! বিশ্বকাপে দল যেভাবে খেলেছে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই লজ্জার।’

ঘরের বাইরে খেলতে গেলে বাংলাদেশ কেন খাবি খায় তা বহুল চর্চিত বিষয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহদের ভরাডুবির পর আবারও সামনে আসতে শুরু করেছে সেই সব সমস্যা। বাংলাদেশে খেলে যাওয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মুশফিক-মাহমুদউল্লাহদের ভরাডুবির কারণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
টেন স্পোর্টসের ম্যাচ বিশ্লেষণী এক অনুষ্ঠানে বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক, ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটাররা। ঘরের মাঠে স্পিন উইকেট, অফস্পিনে বেশি নির্ভরতা, পেসারদের গুরুত্ব না দেওয়ার মতো বিষয়গুলোর কারণেই বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ সব ম্যাচ হেরেছে বলে মত পাকিস্তানের এই ক্রিকেটারদের।
সর্ব প্রথমে বিসিবির কর্মকর্তাদের ধুয়ে দিয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘বাংলাদেশের দর্শক এমনকি ক্রিকেট বোর্ড পর্যন্ত মনে করে তারা সবাই একেকজন বিশেষজ্ঞ। আমি বলব, আপনারা উদ্ভট। আপনারা ক্রিকেট চালাতে পারেন, কিন্তু ক্রিকেটে বিশেষজ্ঞ হতে পারেন না। আপনাদের বোর্ডে বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে, শুধু কোচ নিয়োগ দিলেই চলবে না।’
মিসবাহ-উল-হক বলেছেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে পেস ও বাউন্সে খাবি খায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতিমান বোলারের ১৪০ কিলোমিটারের বলে ব্যাক অব লেংথ, বাউন্সে ব্যাটসম্যানদের সমস্যা বোঝা হয়ে গেছে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ খুব বেশি অফ স্পিনারদের ওপর নির্ভরশীল। লেগ স্পিনাররা সুযোগ পান না বলেই চলে। গুগলি, লেগ স্পিন ব্যাটসম্যানরা খেলতে পারে না বলাই যায়। লেগ স্পিনার না-ই থাকতে পারে, কিন্তু স্পিনার তৈরি করতে তো কাজ করতে হবে। লেগ স্পিনাররা যেকোনো পিচেই ভালো করতে পারে।’
মাহমুদউল্লাহ-মুশফিকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পেসার ওয়াহাব রিয়াজ, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের শারীরিক ভাষা দেখে মনে হয়নি তারা জেতার জন্য খেলছে। অনেকটা জোর করে খেলেছে। বিশ্বকাপ ভালো হয়নি, অনেক ম্যাচ হেরেছে—এমনটা হতেই পারে। কিন্তু ব্যাটারদের দেখে মনে হয়েছে তারা শুধু আসা-যাওয়ার জন্য মাঠে নেমেছে। কেউ উইকেটে থাকার জন্য আসেনি। ১৪০ কিলোমিটার গতির বলে কীভাবে আক্রমণ করতে হয়, সেই টেকনিকেও ঘাটতি ছিল।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে মিসবাহ, রিয়াজ দুজনেরই। সেই অভিজ্ঞতা থেকে রিয়াজ বলেছেন, ‘প্রায় সব দলেই একাধিক স্পিনার। পেসার খুব কম দেখা যায়। বাংলাদেশের পেসার ব্যাটারি খুবই সীমাবদ্ধ। আগে যিনি অধিনায়ক ছিলেন, সেই মাশরাফি বিন মর্তুজা দলকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলেন। মাহমুদউল্লাহ তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এর বাইরে সবাইকে খুব উদ্ভট লেগেছে।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের সেরা দশে ছয়জনই লেগ স্পিনার। খুব দ্রুতই লেগ স্পিনারদের নিয়ে বিসিবিকে কাজ করার পরামর্শ দিলেন ওয়াসিম, ‘বাংলাদেশকে লেগ স্পিনারদের নিয়ে কাজ করতে হবে। তাদের উৎসাহ দিতে হবে। ভুল থেকে তাদের শিখতে হবে। বাংলাদেশের খেলার ধরনটাই আমার চোখে লেগেছে। খেলায় হার-জিত থাকবেই, তাই বলে ৭০, ৭৩ রান করে অলআউট হতে হবে! বিশ্বকাপে দল যেভাবে খেলেছে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই লজ্জার।’

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
১ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
২ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
৩ ঘণ্টা আগে