
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। মূল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার তো রয়েছেই। সেই প্রস্তুতি পর্বের শুরুতে ব্যর্থতার গল্প লিখল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ওয়ার্মআপ’ ম্যাচ শুরু হয়েছে গতকাল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড, যাদের কাছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট, সেই স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুবাইয়ে আরেক মাঠে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে লঙ্কানদের কাছে।
দ্য সেভেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। স্কটিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ ওভারে করেছে ৯ উইকেটে ১৩২ রান। অধিনায়ক সানা ৮ নম্বরে নেমে ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানি অধিনায়ক ছাড়া ২০-এর বেশি রান করতে পেরেছেন উমাইমা সোহেল (৩০) ও মুনিবা আলি (২৭)।
১৩৩ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার সাস্কি হোর্লি-সারাহ ব্রাইস গড়েন ৭৩ রানের জুটি। হোর্লিকে ১২তম ওভারের ওভারের তৃতীয় বলে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ক্যাথরিন ব্রাইস। দুই ব্রাইস বোন (সারাহ ও ক্যাথরিন) দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটিতে স্কটিশরা পায় জয়ের ভিত। ক্যাথরিন ১৪ বলে ১৮ রান করে রান আউট হলেও সারাহ অপরাজিত থাকেন। ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শুরু করল স্কটিশরা। ৫২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন সারাহ।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অপর ম্যাচে বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। লক্ষ্য মাঝারি হলেও বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৩.২ ওভারে ৭ উইকেটে ৬২ রানে পরিণত হয় জ্যোতির দল। যেখানে ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন সুগন্দিকা কুমারি। শেষ পর্যন্ত লঙ্কানরা পায় ৩৩ রানের বিশাল জয়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান যে করতে পেরেছে, তাতে অবদান মূলত জ্যোতির। ৩৮ বলে ১ চারে ৩০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা বাংলাদেশ, পাকিস্তান দল দুটি আরও একটি সুযোগ পাচ্ছে। পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে মূল পর্বে দল দুটি পড়েছে আলাদা গ্রুপে।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। মূল টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার তো রয়েছেই। সেই প্রস্তুতি পর্বের শুরুতে ব্যর্থতার গল্প লিখল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের কাছে ধরা খেল পাকিস্তান।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ওয়ার্মআপ’ ম্যাচ শুরু হয়েছে গতকাল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড, যাদের কাছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট, সেই স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুবাইয়ে আরেক মাঠে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে লঙ্কানদের কাছে।
দ্য সেভেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। স্কটিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ ওভারে করেছে ৯ উইকেটে ১৩২ রান। অধিনায়ক সানা ৮ নম্বরে নেমে ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানি অধিনায়ক ছাড়া ২০-এর বেশি রান করতে পেরেছেন উমাইমা সোহেল (৩০) ও মুনিবা আলি (২৭)।
১৩৩ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার সাস্কি হোর্লি-সারাহ ব্রাইস গড়েন ৭৩ রানের জুটি। হোর্লিকে ১২তম ওভারের ওভারের তৃতীয় বলে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ক্যাথরিন ব্রাইস। দুই ব্রাইস বোন (সারাহ ও ক্যাথরিন) দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটিতে স্কটিশরা পায় জয়ের ভিত। ক্যাথরিন ১৪ বলে ১৮ রান করে রান আউট হলেও সারাহ অপরাজিত থাকেন। ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শুরু করল স্কটিশরা। ৫২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন সারাহ।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অপর ম্যাচে বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। লক্ষ্য মাঝারি হলেও বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৩.২ ওভারে ৭ উইকেটে ৬২ রানে পরিণত হয় জ্যোতির দল। যেখানে ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন সুগন্দিকা কুমারি। শেষ পর্যন্ত লঙ্কানরা পায় ৩৩ রানের বিশাল জয়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান যে করতে পেরেছে, তাতে অবদান মূলত জ্যোতির। ৩৮ বলে ১ চারে ৩০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা বাংলাদেশ, পাকিস্তান দল দুটি আরও একটি সুযোগ পাচ্ছে। পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে মূল পর্বে দল দুটি পড়েছে আলাদা গ্রুপে।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৪ মাসের মাথায় আবারও কোচ পরিবর্তন করল ম্যানচেস্টার ইউনাইটেড। রুমেন আমোরিমকে ছাঁটাই করেছে তারা। এমন ঘোষণা অবশ্য আসন্ন ছিল।
৩ ঘণ্টা আগে