ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।
সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’
রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’
পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।
সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’
রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’
পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে