ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।
সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’
রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’
পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।
সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’
রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’
পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে