Ajker Patrika

জাহানারাদের নতুন বোলিং কোচ এক শ্রীলঙ্কান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মে ২০২৩, ১৯: ২২
জাহানারাদের নতুন বোলিং কোচ এক শ্রীলঙ্কান

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন দিনুকা হেতিয়ারাচ্চি। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। ৪৬ বছর বয়সী হেতিয়ারাচ্চি এই মুহূর্তে শ্রীলঙ্কা নারী দলের সহকারী কোচের দায়িত্বে আছেন।

সাবেক শ্রীলঙ্কান টেস্ট ক্রিকেটার হেতিয়ারাচ্চি দু-এক দিনের মধ্যে ঢাকা আসার কথা। মেয়েদের বয়সভিত্তিক দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন দিপু রায় চৌধুরী ও ওয়াহিদুল গনি। বড় পরিবর্তন এসেছে মেয়েদের নির্বাচক কমিটিতেও। বিতর্কিত মঞ্জুরুল ইসলামকে প্রধান নির্বাচকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঞ্জুরুলের পরিবর্তে নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী। বর্তমানে দুজনই ছেলেদের বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে আছেন। ২০২০ সালের নভেম্বর থেকে আড়াই বছরের বেশি সময় নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুরুল। তবে তাঁকে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে।

নারী বিভাগের প্রধান নাদেল বলেছেন, 'আমরা নারী বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। মঞ্জুরুল ইসলামকে প্রধান নির্বাচকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি যাচ্ছেন বাংলা টাইগার্সে।'

আজকের পত্রিকাকে নাদেল আরও বলেছেন, ‘আপাতত এক বছরের (বোলিং কোচের সঙ্গে) চুক্তি হয়েছে। আর নির্বাচকদের সঙ্গেও এক বছরের চুক্তি। সাধারণত এক বা দুই বছরেরই হয়। এ ক্ষেত্রে এক বছরের জন্য হয়েছে। যদি সামনে... (ভালো কিছু হলে বাড়াবে)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত