
পাকিস্তান ক্রিকেটে যেন ঝামেলার অন্ত নেই। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম কোপটা পড়ল পিসিবির নির্বাচক কমিটির ওপর। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
পিসিবি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ওয়াহাব-রাজ্জাকের বরখাস্ত হওয়ার কথা। দুজনেই জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন। যেখানে কয়েক সপ্তাহ আগে রাজ্জাক ছেলে,মেয়ে পাকিস্তানের দুই দলেরই নির্বাচক ছিলেন। কমিনি পুনর্গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বোঝা গেছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই ওয়াহাবকে পিসিবির প্রধান নির্বাচক নিযুক্ত করা হয়। এ বছরের প্রথম দিকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে বরখাস্ত করা হলেও যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন ওয়াহাব।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছিল ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ ছিল কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। এমনকি বাবররা হেরে গেছেন যুক্তরাষ্ট্রের কাছেও। কানাডা, আয়ারল্যান্ডকে হারালেও পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায় পাকিস্তানের। ক্রিকইনফো গত মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তখনই ওয়াহাবের চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল দিয়ে শেষ হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষের দুই সপ্তাহ না পেরোতেই ৮ জুলাই লাহোরের মল রোডে পিসিবির বৈঠক হয়। সেখানে সভাপতিত্ব করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বাসিত আলি, ইনতিখাব আলম, সিকান্দার বখত, ইয়াসির হামিদ, মোহাম্মদ সামিসহ ১৫ জনের বেশি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ছিলেন পরশু সভায়। সেখানেই মহসিনকে প্রশ্ন করা হয়েছিল, ‘বাবর কি অধিনায়ক থাকবেন?’ পিসিবি সভাপতি উত্তর দিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’ গত বছরের নভেম্বরে তিন সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। এ বছরের মার্চ মাসে ওয়ানডে, টি-টোয়েন্টি সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয় পাকিস্তানের এই ব্যাটারকে।

পাকিস্তান ক্রিকেটে যেন ঝামেলার অন্ত নেই। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম কোপটা পড়ল পিসিবির নির্বাচক কমিটির ওপর। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
পিসিবি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ওয়াহাব-রাজ্জাকের বরখাস্ত হওয়ার কথা। দুজনেই জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন। যেখানে কয়েক সপ্তাহ আগে রাজ্জাক ছেলে,মেয়ে পাকিস্তানের দুই দলেরই নির্বাচক ছিলেন। কমিনি পুনর্গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বোঝা গেছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই ওয়াহাবকে পিসিবির প্রধান নির্বাচক নিযুক্ত করা হয়। এ বছরের প্রথম দিকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে বরখাস্ত করা হলেও যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন ওয়াহাব।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছিল ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ ছিল কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। এমনকি বাবররা হেরে গেছেন যুক্তরাষ্ট্রের কাছেও। কানাডা, আয়ারল্যান্ডকে হারালেও পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায় পাকিস্তানের। ক্রিকইনফো গত মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তখনই ওয়াহাবের চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল দিয়ে শেষ হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষের দুই সপ্তাহ না পেরোতেই ৮ জুলাই লাহোরের মল রোডে পিসিবির বৈঠক হয়। সেখানে সভাপতিত্ব করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বাসিত আলি, ইনতিখাব আলম, সিকান্দার বখত, ইয়াসির হামিদ, মোহাম্মদ সামিসহ ১৫ জনের বেশি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ছিলেন পরশু সভায়। সেখানেই মহসিনকে প্রশ্ন করা হয়েছিল, ‘বাবর কি অধিনায়ক থাকবেন?’ পিসিবি সভাপতি উত্তর দিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’ গত বছরের নভেম্বরে তিন সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। এ বছরের মার্চ মাসে ওয়ানডে, টি-টোয়েন্টি সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয় পাকিস্তানের এই ব্যাটারকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৩ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৫ ঘণ্টা আগে