
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। বাঁ-হাতি ব্যাটারের এই সংবাদে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাংলাদেশের সমর্থকেরা। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলে।
তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাশরাফি বিন মর্তুজা। গণভবন থেকে বের হয়ে নিজেও সেটা জানিয়েছেন তামিম। বাংলাদেশের সেরা ওপেনারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান মাশরাফি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
মাশরাফি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশা আল্লাহ।’ আর তামিমের ফেরার স্বস্তির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘তা তো অবশ্যই, আমার তো সন্দেহ নেই। অস্বাভাবিকভাবে না যেয়ে স্বাভাবিকভাবে তো ঠিকই ছিল।’
ফেরার সিদ্ধান্ত জানানোর সময় তামিম এক মাসের ছুটির কথা জানিয়েছেন। বিশ্বকাপের আগে এ সময় নিজের ফিটনেসে গুরুত্ব দেবেন বাংলাদেশি ব্যাটার। তাঁর ফেরার বিষয়ে মাশরাফি বলেছেন, ‘সে ফিটনেসের সমস্যা কাটিয়ে উঠুক, বাকিটা পরে দেখা যাবে।’ তামিমের বিষয়ে বললেও নিজের শেয়ার করা পোস্টের বিষয়ে কিছু জানাননি তিনি।
অন্যদিকে সতীর্থকে আবার ফিরে পাবেন বলে ভীষণ খুশি মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হয় না। খুবই খুশি হয়েছি শুনে, মাঠে আমরা আবার একসঙ্গে খেলব। ইনশা আল্লাহ, এটা নতুন এক সূচনা এবং অদূর ভবিষ্যতে আমরা একত্রে আবার বাংলাদেশের গৌরব বয়ে আনব।’
আজ প্রধানমন্ত্রীর গণভবন থেকে বেরিয়ে এসে নিজের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন তামিম। এ সময় বাঁ-হাতি ব্যাটারের সঙ্গে ছিলেন মাশরাফি, তাঁর স্ত্রী আয়েশা ইকবাল ও নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেই শেষ করেননি তিনি। সামাজিকমাধ্যমেও পোস্ট দিয়েছেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একমাত্র ১৫ হাজারের বেশি রান করা ব্যাটার। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। বাঁ-হাতি ব্যাটারের এই সংবাদে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাংলাদেশের সমর্থকেরা। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলে।
তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাশরাফি বিন মর্তুজা। গণভবন থেকে বের হয়ে নিজেও সেটা জানিয়েছেন তামিম। বাংলাদেশের সেরা ওপেনারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান মাশরাফি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
মাশরাফি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশা আল্লাহ।’ আর তামিমের ফেরার স্বস্তির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘তা তো অবশ্যই, আমার তো সন্দেহ নেই। অস্বাভাবিকভাবে না যেয়ে স্বাভাবিকভাবে তো ঠিকই ছিল।’
ফেরার সিদ্ধান্ত জানানোর সময় তামিম এক মাসের ছুটির কথা জানিয়েছেন। বিশ্বকাপের আগে এ সময় নিজের ফিটনেসে গুরুত্ব দেবেন বাংলাদেশি ব্যাটার। তাঁর ফেরার বিষয়ে মাশরাফি বলেছেন, ‘সে ফিটনেসের সমস্যা কাটিয়ে উঠুক, বাকিটা পরে দেখা যাবে।’ তামিমের বিষয়ে বললেও নিজের শেয়ার করা পোস্টের বিষয়ে কিছু জানাননি তিনি।
অন্যদিকে সতীর্থকে আবার ফিরে পাবেন বলে ভীষণ খুশি মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হয় না। খুবই খুশি হয়েছি শুনে, মাঠে আমরা আবার একসঙ্গে খেলব। ইনশা আল্লাহ, এটা নতুন এক সূচনা এবং অদূর ভবিষ্যতে আমরা একত্রে আবার বাংলাদেশের গৌরব বয়ে আনব।’
আজ প্রধানমন্ত্রীর গণভবন থেকে বেরিয়ে এসে নিজের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন তামিম। এ সময় বাঁ-হাতি ব্যাটারের সঙ্গে ছিলেন মাশরাফি, তাঁর স্ত্রী আয়েশা ইকবাল ও নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেই শেষ করেননি তিনি। সামাজিকমাধ্যমেও পোস্ট দিয়েছেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একমাত্র ১৫ হাজারের বেশি রান করা ব্যাটার। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু
৩২ মিনিট আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে