
সেমিফাইনালের আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদল নিয়ে বিতর্ক উঠেছে। এই বিষয়ে আইসিসিকে ইমেল করে অভিযোগ করেছিলেন আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। তার মেইলের জবাবে বিবৃতি দিতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।
আজ এক বিবৃতিতে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা হয়েছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’
ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচটি ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেট হওয়ার কথা ছিল। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা ছিল এই উইকেটে। কিন্তু ভারত স্পিনসহায়ক পিচের সুবিধা নেওয়ার জন্য ৬ নম্বর উইকেট পছন্দ করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ড যে উইকেটে খেলছে সেখানে এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে। সেমিফাইনালের জন্য তাই অব্যবহৃত ৭ নম্বর পিচকে নির্বাচন করেছিলেন অ্যাটকিনসন। যে পিচে আগে খেলা হওয়ার কথা ছিল সেখানে ঘাস ছিল। মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতীয় বোলারদের সুবিধা করে দিতেই নতুন পিচ বেছে নেওয়া হয়েছে।
আইসিসির সেই মুখপাত্রের দাবি, ‘কোন পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তারপর সেটা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে দায়িত্বটা ছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের।’

সেমিফাইনালের আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদল নিয়ে বিতর্ক উঠেছে। এই বিষয়ে আইসিসিকে ইমেল করে অভিযোগ করেছিলেন আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। তার মেইলের জবাবে বিবৃতি দিতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।
আজ এক বিবৃতিতে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা হয়েছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’
ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচটি ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেট হওয়ার কথা ছিল। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা ছিল এই উইকেটে। কিন্তু ভারত স্পিনসহায়ক পিচের সুবিধা নেওয়ার জন্য ৬ নম্বর উইকেট পছন্দ করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ড যে উইকেটে খেলছে সেখানে এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে। সেমিফাইনালের জন্য তাই অব্যবহৃত ৭ নম্বর পিচকে নির্বাচন করেছিলেন অ্যাটকিনসন। যে পিচে আগে খেলা হওয়ার কথা ছিল সেখানে ঘাস ছিল। মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতীয় বোলারদের সুবিধা করে দিতেই নতুন পিচ বেছে নেওয়া হয়েছে।
আইসিসির সেই মুখপাত্রের দাবি, ‘কোন পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তারপর সেটা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে দায়িত্বটা ছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের।’

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১৪ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে