ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠে এক ইনিংসে ৫০০-এর বেশি রান দিয়েছে ভারত।
সবশেষ ২০১৫ সালে সিডনি টেস্টে ভারতের বিপক্ষে এক ইনিংসে ৫৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। তার পর থেকে বিদেশের মাঠে ভারতের বিপক্ষে কোনো দল এক ইনিংসে ৫০০-এর বেশি রান দল করতে পারেনি। সেটাই করলেন রুট-স্টোকসরা।
ইংল্যান্ডের বড় ইনিংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রুটের। ১৫০ রান করেছেন এই তারকা ব্যাটার। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন বেন ডাকেট (৯৪)। জ্যাক ক্রাউলি করেছেন ৮৪ রান। ওলি পোপের ব্যাট থেকে এসেছে ৭১ রান। এখনো ৭৭ রানে অপরাজিত রয়েছেন স্টোকস। আপাতত ৭ উইকেটে ৫৪৪ রান করেছে ইংল্যান্ড। এখন দেখার অস্ট্রেলিয়ার করা ৫৭২ রান তারা টপকাতে পারে কি না।
ভারতের বোলারদের মধ্যে বুমরা ২৮.৩ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সিরাজ ২৬ ওভারে দিয়েছেন ১১৩ রান। তিনিও ১ উইকেট নিয়েছেন। অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ ১৮ ওভারে ৮৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শার্দুল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান দিয়েছেন। রবীন্দ্র জাদেজা ৩৩ ওভারে ১১৭ রান দিয়েছেন। তিনি ২ উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
১০ বছর আগে সিডনি টেস্ট ড্র হলেও ম্যানচেস্টার টেস্টে চাপে রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ১৮৬ রান। এখনো দুদিনের খেলা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ দিন যদি ভারত ম্যাচে ফিরতে না পারে, তা হলে সমস্যা আরও বাড়বে ভারতের। সিরিজ হার এড়ানোর সুযোগ থাকবে না তাদের।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠে এক ইনিংসে ৫০০-এর বেশি রান দিয়েছে ভারত।
সবশেষ ২০১৫ সালে সিডনি টেস্টে ভারতের বিপক্ষে এক ইনিংসে ৫৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। তার পর থেকে বিদেশের মাঠে ভারতের বিপক্ষে কোনো দল এক ইনিংসে ৫০০-এর বেশি রান দল করতে পারেনি। সেটাই করলেন রুট-স্টোকসরা।
ইংল্যান্ডের বড় ইনিংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রুটের। ১৫০ রান করেছেন এই তারকা ব্যাটার। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন বেন ডাকেট (৯৪)। জ্যাক ক্রাউলি করেছেন ৮৪ রান। ওলি পোপের ব্যাট থেকে এসেছে ৭১ রান। এখনো ৭৭ রানে অপরাজিত রয়েছেন স্টোকস। আপাতত ৭ উইকেটে ৫৪৪ রান করেছে ইংল্যান্ড। এখন দেখার অস্ট্রেলিয়ার করা ৫৭২ রান তারা টপকাতে পারে কি না।
ভারতের বোলারদের মধ্যে বুমরা ২৮.৩ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সিরাজ ২৬ ওভারে দিয়েছেন ১১৩ রান। তিনিও ১ উইকেট নিয়েছেন। অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ ১৮ ওভারে ৮৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শার্দুল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান দিয়েছেন। রবীন্দ্র জাদেজা ৩৩ ওভারে ১১৭ রান দিয়েছেন। তিনি ২ উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
১০ বছর আগে সিডনি টেস্ট ড্র হলেও ম্যানচেস্টার টেস্টে চাপে রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ১৮৬ রান। এখনো দুদিনের খেলা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ দিন যদি ভারত ম্যাচে ফিরতে না পারে, তা হলে সমস্যা আরও বাড়বে ভারতের। সিরিজ হার এড়ানোর সুযোগ থাকবে না তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে