
ঠাসা সূচির চাপ আর নিতে পারছেন না ক্রিকেটাররা। ক্রিকেটের ব্যস্ত সূচির চাপ সামলাতে না পেরে এক সপ্তাহের মধ্যে একাধিক ক্রিকেটার নির্দিষ্ট সংস্করণকে বিদায় বলেছেন। বেন স্টোকস ছেড়েছেন ওয়ানডে সংস্করণ, তামিম ইকবাল ছাড়লেন টি-টোয়েন্টি সংস্করণ আর লেন্ডল সিমন্স তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন।
ক্রিকেটের এই ব্যস্ত সূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। কারন হিসেবে দেখিয়েছেন, ওয়ানডে ম্যাচ দেখতে এখন আর স্টেডিয়াম ভর্তি দর্শক পাওয়া যায় না । সাবেক পাকিস্তান পেসার বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটকে সূচি থেকে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে খেলা হলে মাঠ ভর্তি দর্শক দেখা যায়। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় সেটা দেখা যায় না।’
ওয়াসিম মনে করেন, ওয়ানডের প্রতি ক্রিকেটারদের মনোযোগও কমে যাচ্ছে। তিনি বলেন, ‘এখন দলগুলো ওয়ানডে খেলে শুধুমাত্র খেলার জন্য। প্রথম দল ওভারের প্রতি বলে রান নেওয়ার চেষ্টা করে। মাঝে একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার বৃত্তের ভেতর থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তোলে। এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা দেখতে পাই।’
ওয়াসিমের মতে, টি-টোয়েন্টি সংস্করণ আধুনিক ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিবাচক দিক তুলে ধরে ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ অনেক সহজ। কয়েক ঘণ্টাতেই ম্যাচ শেষ করা যায়। এছাড়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদাও অনেক বেশি। অনেক অর্থ আয় করার সুযোগ থাকে টি-টোয়েন্টি থেকে, যা কিনা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বলতেই হচ্ছে, ওয়ানডে ক্রিকেট মারা যাওয়ার পথে।’

ঠাসা সূচির চাপ আর নিতে পারছেন না ক্রিকেটাররা। ক্রিকেটের ব্যস্ত সূচির চাপ সামলাতে না পেরে এক সপ্তাহের মধ্যে একাধিক ক্রিকেটার নির্দিষ্ট সংস্করণকে বিদায় বলেছেন। বেন স্টোকস ছেড়েছেন ওয়ানডে সংস্করণ, তামিম ইকবাল ছাড়লেন টি-টোয়েন্টি সংস্করণ আর লেন্ডল সিমন্স তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন।
ক্রিকেটের এই ব্যস্ত সূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। কারন হিসেবে দেখিয়েছেন, ওয়ানডে ম্যাচ দেখতে এখন আর স্টেডিয়াম ভর্তি দর্শক পাওয়া যায় না । সাবেক পাকিস্তান পেসার বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটকে সূচি থেকে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে খেলা হলে মাঠ ভর্তি দর্শক দেখা যায়। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় সেটা দেখা যায় না।’
ওয়াসিম মনে করেন, ওয়ানডের প্রতি ক্রিকেটারদের মনোযোগও কমে যাচ্ছে। তিনি বলেন, ‘এখন দলগুলো ওয়ানডে খেলে শুধুমাত্র খেলার জন্য। প্রথম দল ওভারের প্রতি বলে রান নেওয়ার চেষ্টা করে। মাঝে একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার বৃত্তের ভেতর থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তোলে। এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা দেখতে পাই।’
ওয়াসিমের মতে, টি-টোয়েন্টি সংস্করণ আধুনিক ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিবাচক দিক তুলে ধরে ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ অনেক সহজ। কয়েক ঘণ্টাতেই ম্যাচ শেষ করা যায়। এছাড়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদাও অনেক বেশি। অনেক অর্থ আয় করার সুযোগ থাকে টি-টোয়েন্টি থেকে, যা কিনা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বলতেই হচ্ছে, ওয়ানডে ক্রিকেট মারা যাওয়ার পথে।’

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে