ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে হারের দুঃস্মৃতি ভুলে যেতে চান লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা।
বাংলাদেশের কাছে হেরে ফাইনালে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে শ্রীলঙ্কা। সুপার ফোরের অন্য দুটি ম্যাচে জিততে হবে তাদের। আপাতত তাদের নজর পাকিস্তান ম্যাচের দিকে। বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল রাত সাড়ে ৮টায় আবুধাবিতে সালমান আলী আগাদের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
তার আগে আজ সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘আমরা সবাই জানি যে আমাদের ম্যাচটি জিততে হবে। আমাদের জন্য এখন জেতাটাই গুরুত্বপূর্ণ। কারণ সুপার ফোরের প্রথম ম্যাচে আমরা বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছি। আমাদের সেই ম্যাচের কথা ভুলে যেতে হবে এবং অন্যান্য ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। পরবর্তী ম্যাচ দুটি জিততে পারলে আমরা ফাইনালে যেতে পারব।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া সে ম্যাচে আগে ব্যাট করে ১৬৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। আসালাঙ্কার মতে, শেষ দুই ওভারে ব্যাটাররা নিজেদের কাজ করতে না পারায় প্রত্যাশিত সংগ্রহ পাননি তাঁরা, ‘আমি মনে করি, সে ম্যাচে আমরা সত্যিই ভালো ব্যাটিং করেছি। আমরা ভেবেছিলাম যে ১৮০–১৮৫ রানের মতো করতে পারব। আমরা যদি শেষ দুই ওভারে একটু ভালো করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমাদের দিন ছিল না।’
গ্রুপ পর্বের তিন ম্যাচেই রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে তাদের আগে ব্যাট করতে হয়েছে। দুবাইয়ের উইকেটের জন্য সেটা আদর্শ নয়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এসবের দিকে না তাকিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার তাগিদ দিলেন আসালাঙ্কা।
আসালাঙ্কা বলেন, ‘প্রথম রাউন্ডে আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করতে সক্ষম হয়েছি। সুপার ফোরে আমাদের প্রথমে ব্যাট করতে হয়েছে। দুবাই স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সুবিধাজনক। তাই বলে আমরা তো আর টসের ওপর নির্ভর করতে পারি না। যা করার সেটা আমাদের করতে হবে। পেশাদার হিসেবে আমাদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে হারের দুঃস্মৃতি ভুলে যেতে চান লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা।
বাংলাদেশের কাছে হেরে ফাইনালে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে শ্রীলঙ্কা। সুপার ফোরের অন্য দুটি ম্যাচে জিততে হবে তাদের। আপাতত তাদের নজর পাকিস্তান ম্যাচের দিকে। বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল রাত সাড়ে ৮টায় আবুধাবিতে সালমান আলী আগাদের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
তার আগে আজ সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘আমরা সবাই জানি যে আমাদের ম্যাচটি জিততে হবে। আমাদের জন্য এখন জেতাটাই গুরুত্বপূর্ণ। কারণ সুপার ফোরের প্রথম ম্যাচে আমরা বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছি। আমাদের সেই ম্যাচের কথা ভুলে যেতে হবে এবং অন্যান্য ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। পরবর্তী ম্যাচ দুটি জিততে পারলে আমরা ফাইনালে যেতে পারব।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া সে ম্যাচে আগে ব্যাট করে ১৬৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। আসালাঙ্কার মতে, শেষ দুই ওভারে ব্যাটাররা নিজেদের কাজ করতে না পারায় প্রত্যাশিত সংগ্রহ পাননি তাঁরা, ‘আমি মনে করি, সে ম্যাচে আমরা সত্যিই ভালো ব্যাটিং করেছি। আমরা ভেবেছিলাম যে ১৮০–১৮৫ রানের মতো করতে পারব। আমরা যদি শেষ দুই ওভারে একটু ভালো করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমাদের দিন ছিল না।’
গ্রুপ পর্বের তিন ম্যাচেই রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে তাদের আগে ব্যাট করতে হয়েছে। দুবাইয়ের উইকেটের জন্য সেটা আদর্শ নয়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এসবের দিকে না তাকিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার তাগিদ দিলেন আসালাঙ্কা।
আসালাঙ্কা বলেন, ‘প্রথম রাউন্ডে আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করতে সক্ষম হয়েছি। সুপার ফোরে আমাদের প্রথমে ব্যাট করতে হয়েছে। দুবাই স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সুবিধাজনক। তাই বলে আমরা তো আর টসের ওপর নির্ভর করতে পারি না। যা করার সেটা আমাদের করতে হবে। পেশাদার হিসেবে আমাদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৩ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
৪ ঘণ্টা আগে