Ajker Patrika

মাদক পাচারের সেই মামলা থেকে খালাস পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬: ১৫
মাদক পাচারের মামলা থেকে খালাস পেলেন স্টুয়ার্ট ম্যাকগিল। ছবি: ক্রিকইনফো
মাদক পাচারের মামলা থেকে খালাস পেলেন স্টুয়ার্ট ম্যাকগিল। ছবি: ক্রিকইনফো

মাদক পাচারের ঘটনায় কম হেনস্তা হননি স্টুয়ার্ট ম্যাকগিল। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচার পর মাদক পাচারের মামলায় পুলিশের হাতকড়াও তাঁকে পরতে হয়েছিল। অবশেষে সেই মামলা থেকে মুক্তি পেলেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার।

সিডনির জেলা আদালত আজ মাদক পাচারের মামলা থেকে মুক্তি দিয়েছেন ম্যাকগিলকে। তাঁর এই শুনানি ৮ সপ্তাহ মুলতুবি থাকার পর ফয়সালা হয়েছে। ম্যাকগিলের নিয়মিত ড্রাগ ব্যবসায়ী ও তাঁর আত্মীয় মারিনো সতিরোপুলাসের সঙ্গে ৩ লাখ ৩০ হাজার ডলারের (বাংলাদেশি ৪ কোটি টাকা) চুক্তিতে এক কেজি কোকেন পাচারের ঘটনা আদালত জানতে পেরেছেন। সিডনির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় তাঁর রেস্তোয়ায় একটি মিটিং হয়েছিল। তবে মাদক পাচারের ঘটনা অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার। প্রসিকিউটররা এই যুক্তি উপস্থাপন করেন যে ম্যাকগিলের সম্পৃক্ততা ছাড়া এমনটা হতে পারত না। শেষ পর্যন্ত আদালত মাদক পাচারে ম্যাকগিলকে অভিযুক্ত করলেও এই ঘটনায় অস্ট্রেলিয়ার লেগস্পিনারের জড়িত থাকার ঘটনায় যথোপযুক্ত প্রমাণ পাননি।

মাদক পাচারের ঘটনায় ২০২১ সালের এপ্রিলে ম্যাকগিলকে অপহরণ করা হয়েছিল। সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যান বলে অভিযোগ করেছিলেন ম্যাকগিল। নির্যাতনের পাশাপাশি মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার লেগস্পিনার তখন জানিয়েছিলেন। পরবর্তীতে মাদক পাচারের মামলায় ম্যাকগিলকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচে নিয়েছেন ২১৪ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে পেয়েছেন ২০৮ উইকেট। টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত