ক্রীড়া ডেস্ক

মাদক পাচারের ঘটনায় কম হেনস্তা হননি স্টুয়ার্ট ম্যাকগিল। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচার পর মাদক পাচারের মামলায় পুলিশের হাতকড়াও তাঁকে পরতে হয়েছিল। অবশেষে সেই মামলা থেকে মুক্তি পেলেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার।
সিডনির জেলা আদালত আজ মাদক পাচারের মামলা থেকে মুক্তি দিয়েছেন ম্যাকগিলকে। তাঁর এই শুনানি ৮ সপ্তাহ মুলতুবি থাকার পর ফয়সালা হয়েছে। ম্যাকগিলের নিয়মিত ড্রাগ ব্যবসায়ী ও তাঁর আত্মীয় মারিনো সতিরোপুলাসের সঙ্গে ৩ লাখ ৩০ হাজার ডলারের (বাংলাদেশি ৪ কোটি টাকা) চুক্তিতে এক কেজি কোকেন পাচারের ঘটনা আদালত জানতে পেরেছেন। সিডনির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় তাঁর রেস্তোয়ায় একটি মিটিং হয়েছিল। তবে মাদক পাচারের ঘটনা অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার। প্রসিকিউটররা এই যুক্তি উপস্থাপন করেন যে ম্যাকগিলের সম্পৃক্ততা ছাড়া এমনটা হতে পারত না। শেষ পর্যন্ত আদালত মাদক পাচারে ম্যাকগিলকে অভিযুক্ত করলেও এই ঘটনায় অস্ট্রেলিয়ার লেগস্পিনারের জড়িত থাকার ঘটনায় যথোপযুক্ত প্রমাণ পাননি।
মাদক পাচারের ঘটনায় ২০২১ সালের এপ্রিলে ম্যাকগিলকে অপহরণ করা হয়েছিল। সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যান বলে অভিযোগ করেছিলেন ম্যাকগিল। নির্যাতনের পাশাপাশি মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার লেগস্পিনার তখন জানিয়েছিলেন। পরবর্তীতে মাদক পাচারের মামলায় ম্যাকগিলকে পুলিশ গ্রেপ্তার করেছিল।
১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচে নিয়েছেন ২১৪ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে পেয়েছেন ২০৮ উইকেট। টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার।

মাদক পাচারের ঘটনায় কম হেনস্তা হননি স্টুয়ার্ট ম্যাকগিল। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচার পর মাদক পাচারের মামলায় পুলিশের হাতকড়াও তাঁকে পরতে হয়েছিল। অবশেষে সেই মামলা থেকে মুক্তি পেলেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার।
সিডনির জেলা আদালত আজ মাদক পাচারের মামলা থেকে মুক্তি দিয়েছেন ম্যাকগিলকে। তাঁর এই শুনানি ৮ সপ্তাহ মুলতুবি থাকার পর ফয়সালা হয়েছে। ম্যাকগিলের নিয়মিত ড্রাগ ব্যবসায়ী ও তাঁর আত্মীয় মারিনো সতিরোপুলাসের সঙ্গে ৩ লাখ ৩০ হাজার ডলারের (বাংলাদেশি ৪ কোটি টাকা) চুক্তিতে এক কেজি কোকেন পাচারের ঘটনা আদালত জানতে পেরেছেন। সিডনির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় তাঁর রেস্তোয়ায় একটি মিটিং হয়েছিল। তবে মাদক পাচারের ঘটনা অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার। প্রসিকিউটররা এই যুক্তি উপস্থাপন করেন যে ম্যাকগিলের সম্পৃক্ততা ছাড়া এমনটা হতে পারত না। শেষ পর্যন্ত আদালত মাদক পাচারে ম্যাকগিলকে অভিযুক্ত করলেও এই ঘটনায় অস্ট্রেলিয়ার লেগস্পিনারের জড়িত থাকার ঘটনায় যথোপযুক্ত প্রমাণ পাননি।
মাদক পাচারের ঘটনায় ২০২১ সালের এপ্রিলে ম্যাকগিলকে অপহরণ করা হয়েছিল। সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যান বলে অভিযোগ করেছিলেন ম্যাকগিল। নির্যাতনের পাশাপাশি মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার লেগস্পিনার তখন জানিয়েছিলেন। পরবর্তীতে মাদক পাচারের মামলায় ম্যাকগিলকে পুলিশ গ্রেপ্তার করেছিল।
১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচে নিয়েছেন ২১৪ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে পেয়েছেন ২০৮ উইকেট। টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে