Ajker Patrika

বিপিএলে অংশগ্রহণ ফি দিতে সময় নিয়েছে দলগুলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৭
বিপিএলে অংশগ্রহণ ফি দিতে সময় নিয়েছে দলগুলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সামনে রেখে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিক-সংশ্লিষ্টদের সঙ্গে বসতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী বিপিএলে সাত দলের মধ্যে পাঁচটি দল—বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও খুলনা নিজেদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত করলেও ঢাকা ও লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়। ক্ষমতার পটপরিবর্তনের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল আছেন দেশের বাইরে। তাঁদের জায়গায় নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবি। ঢাকা ও কুমিল্লার দল পেতে এরই মধ্যে রিমার্ক হারল্যান ও মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএল কমিটি কাল বসে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনম, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও খালেদ মাহমুদ সুজন। ৭ থেকে ১০ দিনের মধ্যে বাকি দুটি দল চূড়ান্ত করতে চায় বিসিবি। সাত দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য তাদের। 

ওরাসকম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কাল কেউ কথা বলেনি। তবে রিমার্ক হারল্যানের পক্ষ থেকে নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন বিপিএলে দল পেতে আশাবাদী। তিনি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি। বিসিবির সভাপতির সঙ্গে আমি এই প্রথম কথা বললাম। দারুণ খুশি। তাঁদের কথাবার্তা দারুণ লেগেছে। তাঁদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারে, যা বুঝলাম। বিপিএল নিয়ে ভালো কাজ করতে চান। তাঁরা আমাদের পরিকল্পনা জানতে চেয়েছেন। আমরাও আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এখন সবকিছু বিসিবির হাতে। তারা আমাদের জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আমাদের জানিয়ে দেবে—হ্যাঁ অথবা না। বিপিএল ড্রাফট নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি।’ 

সূত্র জানিয়েছে, প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর। দলগুলোর স্বত্বাধিকারীদের কাছ থেকে আসরভিত্তিক অংশগ্রহণ ফি বাবদ দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিবিতে জমা দিতে বলা হয়েছিল ৩ সেপ্টেম্বরের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সেটি জমা দিতে পারেনি। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি থাকবে সাড়ে ৮ কোটি টাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলো কিছুটা সময় চেয়েছে। বিসিবি চাইছে ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টিসহ ফ্র্যাঞ্চাইজি ফি নিতে। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রায় প্রতিবছর বিপাকে পড়তে হয় বিসিবিকে। এতে আইসিসি, খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) বকেয়া পারিশ্রমিক নিয়ে চাপ তৈরি করে তাদের ওপর। এ বছর তাই ব্যাংক গ্যারান্টির ব্যাপারে কঠোর হতে চাইছে বিসিবি। 

এ মাসের মাঝামাঝি সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা ও ড্রাফটের আগে প্লেয়ার ধরে রাখার তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সরাসরি স্বাক্ষরে নেওয়ার বিষয়ের নিয়মনীতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে দ্রুতই। আর নির্বাচকেরা দ্রুতই ক্রিকেটারদের গ্রেডিংভিত্তিক মূল্যের ড্রাফট তৈরি চূড়ান্ত করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু করতে চান। তবে আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ভাবনায় রেখে টুর্নামেন্টের সূচি কদিন এগোতে কিংবা পেছাতে পারে, যাতে বিপিএলের শেষ চারে আরও বেশি নামীদামি বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত

আইপিএলে কেন কলকাতা নাইট রাইডার্স এবার তাঁকে ১২ কোটি টাকায় নিয়েছে, সেটি খুব ভালোভাবেই আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বুঝিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ একটা পর্যায়ে মোস্তাফিজের নামটা উইকেটশিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল।

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ম্যাচটি খেলে কাল দুপুরে ঢাকায় ফিরে আসার কথা মোস্তাফিজের। এসেই নেমে পড়তে হবে বিপিএল খেলতে। সিলেটে তাঁর দল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ আগামী সোমবারে। ঢাকায় ফিরে দুদিনের সংক্ষিপ্ত বিরতিতে তিনি চলে যাবেন সাতক্ষীরায় গ্রামের বাড়িতে। সেখান থেকে ফিরে দলে যোগ দেবেন রোববার।

বিপিএলে যোগ দেওয়ার আগে একাধিক সুখবর পেলেন মোস্তাফিজ। আইপিএল নিলামে তিনি বিক্রি হয়েছেন রেকর্ড দামে। আরব আমিরাতে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতেও ধারাবাহিক ভালো খেলেছেন। ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আজ শারজার বিপক্ষে শীর্ষ উইকেটশিকারি হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন সতীর্থ ওয়াকার সালামখেইলের সঙ্গে। ওয়াকার ২ উইকেট নিয়ে টপকে যান মোস্তাফিজকে। তবু টুর্নামেন্টজুড়ে যে বোলিং করেছেন মোস্তাফিজ, আজ দেশে ফেরায় তাঁকে নিশ্চিতভাবেই মিস করবে দুবাই ক্যাপিটালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক    
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি

বয়সভিত্তিক ক্রিকেটে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেটির নাম ‘রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ’। সংস্থাটির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, টুর্নামেন্টটি হবে অনেকটা বিসিএলের মতো। যেখানে অংশ নেবে চারটা দল। দলগুলো হলো–পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।

টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে। সেখান থেকে শীর্ষ দুই দল শিরোপার লড়াই করবে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১ টি। মূলত পাইপলাইন সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

সংবাদমাধ্যমকে আমজাদ বলেন, ‘আমরা রাইজিং স্টার অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। এটা বিসিএলের মতই হবে। অনূর্ধ্ব ২৩ এর পর নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট ছিল না। কিন্তু এবার হচ্ছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি আমরা।’

টুর্নামেন্টের ভেন্যু প্রসঙ্গে আমজাদ বলেন, ‘চট্টগ্রামে দুটো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করব। ফাইনাল ঢাকায় হবে। এগুলো ছিল আমাদের প্রধান কিছু সিদ্ধান্ত।’

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৯
জেলা লিগগুলো সচল করতে চায় বিসিবি। ফাইল ছবি
জেলা লিগগুলো সচল করতে চায় বিসিবি। ফাইল ছবি

প্রায় দিনব্যাপী বোর্ড সভার পর সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন। লম্বা অপেক্ষায় থাকা সংবাদমাধ্যম কর্মীদের চমকে দেওয়া কোনো সিদ্ধান্তের কথা জানাননি সংবাদ সম্মেলনে আসা তিন পরিচালক। তবে বোর্ড মিটিংয়ে নেওয়া নতুন দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান।

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

সারা দেশে এক বছরে ১০০ উইকেট তৈরির পরিকল্পনা বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান খালেদ মাসুদ পাইলট বলেন, ‘১০০ উইকেটের পরিকল্পনাটা হচ্ছে মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। মাঠ ছাড়া ক্রিকেটে এগোনো কঠিন। ফতুল্লা ইনসাইড এবং আউটার, সঙ্গে পূর্বাচলে যে মাঠটি আছে, সেগুলোর উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আমরা এই মৌসুমের মধ্যে ১০০টির বেশি উইকেট তৈরির চেষ্টা করছি। আমাদের বিভাগীয় ভেন্যু; যেমন বগুড়া, খুলনা, রাজশাহী—এগুলো ২০ বছর আগের মডেলে চলছে। সেন্টার উইকেটের পাশে আরও উইকেট বাড়িয়ে আমরা এগুলো আধুনিক করতে চাই। বরিশাল মাঠের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে, বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি। আমরা চাই আমাদের বিভাগীয় সদর দপ্তরগুলো একেকটি ‘হাব’ হিসেবে কাজ করুক, যাতে জেলা পর্যায়ের ক্রিকেটাররা ঠিকঠাক যন্ত্রপাতি এবং সুযোগ-সুবিধা পায়।’

১০০ উইকেট তৈরিতে নতুন কোনো মাঠ কেনা হচ্ছে না বলে জানিয়েছেন পাইলট। বর্তমানে যে মাঠগুলো আছে, সেগুলোকে সচল করা এবং আধুনিক উইকেট তৈরি করাই তাঁদের লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

ক্রীড়া ডেস্ক    
অনুশীলনে বল হাতে তারকা লেগস্পিনার। ছবি: রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজ।
অনুশীলনে বল হাতে তারকা লেগস্পিনার। ছবি: রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজ।

নিলামের পর সন্দীপ লামিচানেকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রধান কোচ হান্নান সরকারের ইচ্ছায় এই লেগস্পিনারকে নিয়েছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে গতকাল রাজশাহী শিবিরে যোগ দিয়েছেন তিনি।

আজ দলীয় অনুশীলনেও দেখা গেল লামিচানেকে। এক দিন না যেতেই গোটা দলের মধ্যমণি এই নেপালি ক্রিকেটার। দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। সেখানেই জানিয়েছেন, নিজেদের স্কোয়াডের গভীরতা কাজে লাগিয়ে শিরোপা জেতার লড়াই চালিয়ে যাবে রাজশাহী।

লামিচানে বলেন, ‘আমাদের দলে যে ধরণের সম্ভাবনা রয়েছে তা অসাধারণ। বিশেষ করে যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজশাহী ওয়ারিয়র্সে অনেক প্রতিভা আছে। আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি, তাই তাদের চিনি। আমরা সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত। দলের ভেতরের পরিবেশও এখন খুব ইতিবাচক।’

নিজেদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট লামিচানে। তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, সব জায়গাতেই ভারসাম্য আছে। স্পিনার, ফাস্ট বোলার-সব বিভাগে ভালো খেলোয়াড় আছে। শান্ত দলকে নেতৃত্ব দিচ্ছে। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। দলে ভালো বিদেশি ক্রিকেটারও আছে। সব মিলিয়ে আমাদের দলটা স্বয়ংসম্পূর্ণ। সবাই শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

দর্শকদের হতাশ করতে চান না লামিচানে, ‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ জেতা। এটিই সবচেয়ে সহজ লক্ষ্য। সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং আমরা দল হিসেবে ট্রফি জেতার চেষ্টা করব।’

কীভাবে রাজশাহীতে যোগ দিলেন সে অভিজ্ঞতা জানাতে গিয়ে লামিচানে বলেন, ‘আমি নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল দেখছিলাম। তখন আসাদের কোচ হান্নান সরকার মেসেজ করে জিজ্ঞেস করেন আমি রাজশাহী ওয়ারিয়র্সে খেলতে চাই কিনা। অল্প কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলি। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন, তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত