নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সামনে রেখে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিক-সংশ্লিষ্টদের সঙ্গে বসতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বিপিএলে সাত দলের মধ্যে পাঁচটি দল—বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও খুলনা নিজেদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত করলেও ঢাকা ও লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়। ক্ষমতার পটপরিবর্তনের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল আছেন দেশের বাইরে। তাঁদের জায়গায় নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবি। ঢাকা ও কুমিল্লার দল পেতে এরই মধ্যে রিমার্ক হারল্যান ও মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএল কমিটি কাল বসে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনম, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও খালেদ মাহমুদ সুজন। ৭ থেকে ১০ দিনের মধ্যে বাকি দুটি দল চূড়ান্ত করতে চায় বিসিবি। সাত দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য তাদের।
ওরাসকম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কাল কেউ কথা বলেনি। তবে রিমার্ক হারল্যানের পক্ষ থেকে নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন বিপিএলে দল পেতে আশাবাদী। তিনি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি। বিসিবির সভাপতির সঙ্গে আমি এই প্রথম কথা বললাম। দারুণ খুশি। তাঁদের কথাবার্তা দারুণ লেগেছে। তাঁদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারে, যা বুঝলাম। বিপিএল নিয়ে ভালো কাজ করতে চান। তাঁরা আমাদের পরিকল্পনা জানতে চেয়েছেন। আমরাও আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এখন সবকিছু বিসিবির হাতে। তারা আমাদের জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আমাদের জানিয়ে দেবে—হ্যাঁ অথবা না। বিপিএল ড্রাফট নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি।’
সূত্র জানিয়েছে, প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর। দলগুলোর স্বত্বাধিকারীদের কাছ থেকে আসরভিত্তিক অংশগ্রহণ ফি বাবদ দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিবিতে জমা দিতে বলা হয়েছিল ৩ সেপ্টেম্বরের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সেটি জমা দিতে পারেনি। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি থাকবে সাড়ে ৮ কোটি টাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলো কিছুটা সময় চেয়েছে। বিসিবি চাইছে ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টিসহ ফ্র্যাঞ্চাইজি ফি নিতে। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রায় প্রতিবছর বিপাকে পড়তে হয় বিসিবিকে। এতে আইসিসি, খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) বকেয়া পারিশ্রমিক নিয়ে চাপ তৈরি করে তাদের ওপর। এ বছর তাই ব্যাংক গ্যারান্টির ব্যাপারে কঠোর হতে চাইছে বিসিবি।
এ মাসের মাঝামাঝি সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা ও ড্রাফটের আগে প্লেয়ার ধরে রাখার তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সরাসরি স্বাক্ষরে নেওয়ার বিষয়ের নিয়মনীতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে দ্রুতই। আর নির্বাচকেরা দ্রুতই ক্রিকেটারদের গ্রেডিংভিত্তিক মূল্যের ড্রাফট তৈরি চূড়ান্ত করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু করতে চান। তবে আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ভাবনায় রেখে টুর্নামেন্টের সূচি কদিন এগোতে কিংবা পেছাতে পারে, যাতে বিপিএলের শেষ চারে আরও বেশি নামীদামি বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া যায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সামনে রেখে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিক-সংশ্লিষ্টদের সঙ্গে বসতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বিপিএলে সাত দলের মধ্যে পাঁচটি দল—বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও খুলনা নিজেদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত করলেও ঢাকা ও লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়। ক্ষমতার পটপরিবর্তনের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল আছেন দেশের বাইরে। তাঁদের জায়গায় নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবি। ঢাকা ও কুমিল্লার দল পেতে এরই মধ্যে রিমার্ক হারল্যান ও মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএল কমিটি কাল বসে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনম, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও খালেদ মাহমুদ সুজন। ৭ থেকে ১০ দিনের মধ্যে বাকি দুটি দল চূড়ান্ত করতে চায় বিসিবি। সাত দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য তাদের।
ওরাসকম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কাল কেউ কথা বলেনি। তবে রিমার্ক হারল্যানের পক্ষ থেকে নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন বিপিএলে দল পেতে আশাবাদী। তিনি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি। বিসিবির সভাপতির সঙ্গে আমি এই প্রথম কথা বললাম। দারুণ খুশি। তাঁদের কথাবার্তা দারুণ লেগেছে। তাঁদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারে, যা বুঝলাম। বিপিএল নিয়ে ভালো কাজ করতে চান। তাঁরা আমাদের পরিকল্পনা জানতে চেয়েছেন। আমরাও আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এখন সবকিছু বিসিবির হাতে। তারা আমাদের জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আমাদের জানিয়ে দেবে—হ্যাঁ অথবা না। বিপিএল ড্রাফট নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি।’
সূত্র জানিয়েছে, প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর। দলগুলোর স্বত্বাধিকারীদের কাছ থেকে আসরভিত্তিক অংশগ্রহণ ফি বাবদ দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিবিতে জমা দিতে বলা হয়েছিল ৩ সেপ্টেম্বরের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সেটি জমা দিতে পারেনি। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি থাকবে সাড়ে ৮ কোটি টাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলো কিছুটা সময় চেয়েছে। বিসিবি চাইছে ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টিসহ ফ্র্যাঞ্চাইজি ফি নিতে। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রায় প্রতিবছর বিপাকে পড়তে হয় বিসিবিকে। এতে আইসিসি, খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) বকেয়া পারিশ্রমিক নিয়ে চাপ তৈরি করে তাদের ওপর। এ বছর তাই ব্যাংক গ্যারান্টির ব্যাপারে কঠোর হতে চাইছে বিসিবি।
এ মাসের মাঝামাঝি সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা ও ড্রাফটের আগে প্লেয়ার ধরে রাখার তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সরাসরি স্বাক্ষরে নেওয়ার বিষয়ের নিয়মনীতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে দ্রুতই। আর নির্বাচকেরা দ্রুতই ক্রিকেটারদের গ্রেডিংভিত্তিক মূল্যের ড্রাফট তৈরি চূড়ান্ত করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু করতে চান। তবে আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ভাবনায় রেখে টুর্নামেন্টের সূচি কদিন এগোতে কিংবা পেছাতে পারে, যাতে বিপিএলের শেষ চারে আরও বেশি নামীদামি বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া যায়।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১৩ ঘণ্টা আগে