
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।

তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে