ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ যেন কুশল মেন্ডিসের বড্ড প্রিয় প্রতিপক্ষ। সংস্করণ, ভেন্যু—যা-ই হোক না কেন, বাংলাদেশকে পেলে তাঁর ব্যাট কথা বলে তরবারির মতো। লঙ্কানরা যখনই চাপে পড়ে, তখনই ঢাল হয়ে দাঁড়ান মেন্ডিস। অবশেষে তাঁর উইকেট ফেলতে পারল বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ আজ ওয়ানডে খেলছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। প্রথমে বোলিং পেয়ে টপাটপ উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে সতীর্থরা যখন হিমশিম খাচ্ছেন, তখন কুশল মেন্ডিস খেলেছেন সাবলীলভাবে। অবশেষে ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করেছে শ্রীলঙ্কা।
টস জিতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬.১ ওভারে ৩ উইকেটে ২৯ রানে পরিণত হয় লঙ্কানরা। যাঁদের মধ্যে পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিস আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। লঙ্কান ওপেনার নিশান মাদুশকা করেছেন ৬ রান।
বেকায়দায় পড়া শ্রীলঙ্কাকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন আসালাঙ্কা ও মেন্ডিস। চতুর্থ উইকেটে মেন্ডিস-আসালাঙ্কা গড়েন ৭৭ বলে ৬০ রানের জুটি। আসালাঙ্কা ধীরেসুস্থে খেললেও মেন্ডিস ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। তিন নম্বরে নামা মেন্ডিস ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন। ১৯তম ওভারের শেষ বলে মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানভীর ইসলাম। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও তানভীর আজই প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন।
মেন্ডিসের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন জানিথ লিয়ানাগে। এখন পর্যন্ত লিয়ানাগে ১০ বলে করেছেন ৭ রান। আসালাঙ্কা অপরাজিত ৪০ রান করে। ৫৪ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন লঙ্কান অধিনায়ক।

বাংলাদেশ যেন কুশল মেন্ডিসের বড্ড প্রিয় প্রতিপক্ষ। সংস্করণ, ভেন্যু—যা-ই হোক না কেন, বাংলাদেশকে পেলে তাঁর ব্যাট কথা বলে তরবারির মতো। লঙ্কানরা যখনই চাপে পড়ে, তখনই ঢাল হয়ে দাঁড়ান মেন্ডিস। অবশেষে তাঁর উইকেট ফেলতে পারল বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ আজ ওয়ানডে খেলছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। প্রথমে বোলিং পেয়ে টপাটপ উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে সতীর্থরা যখন হিমশিম খাচ্ছেন, তখন কুশল মেন্ডিস খেলেছেন সাবলীলভাবে। অবশেষে ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করেছে শ্রীলঙ্কা।
টস জিতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬.১ ওভারে ৩ উইকেটে ২৯ রানে পরিণত হয় লঙ্কানরা। যাঁদের মধ্যে পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিস আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। লঙ্কান ওপেনার নিশান মাদুশকা করেছেন ৬ রান।
বেকায়দায় পড়া শ্রীলঙ্কাকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন আসালাঙ্কা ও মেন্ডিস। চতুর্থ উইকেটে মেন্ডিস-আসালাঙ্কা গড়েন ৭৭ বলে ৬০ রানের জুটি। আসালাঙ্কা ধীরেসুস্থে খেললেও মেন্ডিস ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। তিন নম্বরে নামা মেন্ডিস ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন। ১৯তম ওভারের শেষ বলে মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানভীর ইসলাম। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও তানভীর আজই প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন।
মেন্ডিসের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন জানিথ লিয়ানাগে। এখন পর্যন্ত লিয়ানাগে ১০ বলে করেছেন ৭ রান। আসালাঙ্কা অপরাজিত ৪০ রান করে। ৫৪ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন লঙ্কান অধিনায়ক।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে