আজকের পত্রিকা ডেস্ক

১১ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা দারুণভাবে তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। তবে ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে কিউইদের দুর্দান্ত বোলিংয়ে খেই হারিয়েছে লঙ্কানরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৫ রানে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।
১০৯ রানের লক্ষ্যে নেমে শেষ ওভারে শ্রীলঙ্কার গত রাতে দরকার ছিল ৮ রান, হাতে ছিল ৩ উইকেট। ফিফটি পেরোনো পাথুম নিশাঙ্কাও ছিলেন উইকেটে। সেখান থেকে গ্লেন ফিলিপস তাঁর স্পিন ভেলকিতে লঙ্কানদের থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। নিশাঙ্কা, মাথিসা পাতিরানার পর মাহিশ থিকশানা-এই তিন লঙ্কান ব্যাটারের উইকেট নিয়েছেন। শেষ ওভারে ফিলিপস ভেলকি ছাপিয়ে গতকাল নজর কেড়েছেন লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন ফার্গুসন।
ষষ্ঠ ওভারের শেষ বলে কুশল পেরেরাকে ফিরিয়ে হ্যাটট্রিকের শুরুটা করেন ফার্গুসন। প্রথমে ফার্গুসনের জোরালো আবেদনে সাড়া না নিলেও মাঠের আম্পায়ার শরণ নিয়েছেন তৃতীয় আম্পায়ারের। পরে দেখা যায় এজ হওয়া বল ক্যাচ ধরেছেন কিউই উইকেটরক্ষক মিচ হে। পরবর্তীতে অষ্টম ওভারের প্রথম দুই বলে কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে হ্যাটট্রিক করলেন ফার্গুসন। যেখানে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা লেগ সাইডে ঘোরাতে গিয়ে কিউই উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন। গোল্ডেন ডাকে আউট হওয়া আসালাঙ্কা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হতাশা প্রকাশ করেন। লঙ্কান অধিনায়ক বলেন, ‘পুরো কৃতিত্বই তাদের (নিউজিল্যান্ড)। ভালো বোলিং-ফিল্ডিংয়ে হেরে গেছি আমরা।’
ত্রিনিদাদে এ বছরের ১৭ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ০ রানে ৩ উইকেট নিয়েছিলেন ফার্গুসন। করেছিলেন পুরো ২৪ বল। প্রায় ৪ মাস পর গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে নেমে করলেন হ্যাটট্রিক। পেলেন ম্যাচ-সেরার পুরস্কারও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিউই এই পেসার বলেন, ‘পুরো দলীয় প্রচেষ্টা। এখানে থাকতে পেরে ভালো লাগছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড হ্যাটট্রিক মূলত ৬টা। যেখানে টিম সাউদিই করেন দুই হ্যাটট্রিক। তাঁর নিজের প্রথম হ্যাটট্রিক ২০১০ সালে অকল্যান্ডে করেন পাকিস্তানের বিপক্ষে। পরবর্তীতে ১২ বছর পর ভারতের বিপক্ষে কিউই পেসার পেলেন তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। নিউজিল্যান্ডের মধ্যে সবার আগে হ্যাটট্রিকটা করেন জ্যাকব ওরাম। ২০০৯ সালে কলম্বোর প্রেমাদাসায় অ্যাঞ্জেলো ম্যাথুস, মালিঙ্গা বন্দরা, নুয়ান কুলাসেকারা-লঙ্কার এই তিন ব্যাটারের উইকেট নিয়েছিলেন ওরাম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হ্যাটট্রিক
প্রতিপক্ষ সাল ভেন্যু
জ্যাকব ওরাম শ্রীলঙ্কা ২০০৯ কলম্বো
টিম সাউদি পাকিস্তান ২০১০ অকল্যান্ড
মাইকেল ব্রেসওয়েল আয়ারল্যান্ড ২০২২ বেলফাস্ট
টিম সাউদি ভারত ২০২২ মাউন্ট মঙ্গানুই
ম্যাট হেনরি পাকিস্তান ২০২৩ লাহোর
লকি ফার্গুসন শ্রীলঙ্কা ২০২৪ ডাম্বুলা

১১ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা দারুণভাবে তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। তবে ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে কিউইদের দুর্দান্ত বোলিংয়ে খেই হারিয়েছে লঙ্কানরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৫ রানে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।
১০৯ রানের লক্ষ্যে নেমে শেষ ওভারে শ্রীলঙ্কার গত রাতে দরকার ছিল ৮ রান, হাতে ছিল ৩ উইকেট। ফিফটি পেরোনো পাথুম নিশাঙ্কাও ছিলেন উইকেটে। সেখান থেকে গ্লেন ফিলিপস তাঁর স্পিন ভেলকিতে লঙ্কানদের থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। নিশাঙ্কা, মাথিসা পাতিরানার পর মাহিশ থিকশানা-এই তিন লঙ্কান ব্যাটারের উইকেট নিয়েছেন। শেষ ওভারে ফিলিপস ভেলকি ছাপিয়ে গতকাল নজর কেড়েছেন লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন ফার্গুসন।
ষষ্ঠ ওভারের শেষ বলে কুশল পেরেরাকে ফিরিয়ে হ্যাটট্রিকের শুরুটা করেন ফার্গুসন। প্রথমে ফার্গুসনের জোরালো আবেদনে সাড়া না নিলেও মাঠের আম্পায়ার শরণ নিয়েছেন তৃতীয় আম্পায়ারের। পরে দেখা যায় এজ হওয়া বল ক্যাচ ধরেছেন কিউই উইকেটরক্ষক মিচ হে। পরবর্তীতে অষ্টম ওভারের প্রথম দুই বলে কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে হ্যাটট্রিক করলেন ফার্গুসন। যেখানে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা লেগ সাইডে ঘোরাতে গিয়ে কিউই উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন। গোল্ডেন ডাকে আউট হওয়া আসালাঙ্কা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হতাশা প্রকাশ করেন। লঙ্কান অধিনায়ক বলেন, ‘পুরো কৃতিত্বই তাদের (নিউজিল্যান্ড)। ভালো বোলিং-ফিল্ডিংয়ে হেরে গেছি আমরা।’
ত্রিনিদাদে এ বছরের ১৭ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ০ রানে ৩ উইকেট নিয়েছিলেন ফার্গুসন। করেছিলেন পুরো ২৪ বল। প্রায় ৪ মাস পর গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে নেমে করলেন হ্যাটট্রিক। পেলেন ম্যাচ-সেরার পুরস্কারও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিউই এই পেসার বলেন, ‘পুরো দলীয় প্রচেষ্টা। এখানে থাকতে পেরে ভালো লাগছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড হ্যাটট্রিক মূলত ৬টা। যেখানে টিম সাউদিই করেন দুই হ্যাটট্রিক। তাঁর নিজের প্রথম হ্যাটট্রিক ২০১০ সালে অকল্যান্ডে করেন পাকিস্তানের বিপক্ষে। পরবর্তীতে ১২ বছর পর ভারতের বিপক্ষে কিউই পেসার পেলেন তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। নিউজিল্যান্ডের মধ্যে সবার আগে হ্যাটট্রিকটা করেন জ্যাকব ওরাম। ২০০৯ সালে কলম্বোর প্রেমাদাসায় অ্যাঞ্জেলো ম্যাথুস, মালিঙ্গা বন্দরা, নুয়ান কুলাসেকারা-লঙ্কার এই তিন ব্যাটারের উইকেট নিয়েছিলেন ওরাম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হ্যাটট্রিক
প্রতিপক্ষ সাল ভেন্যু
জ্যাকব ওরাম শ্রীলঙ্কা ২০০৯ কলম্বো
টিম সাউদি পাকিস্তান ২০১০ অকল্যান্ড
মাইকেল ব্রেসওয়েল আয়ারল্যান্ড ২০২২ বেলফাস্ট
টিম সাউদি ভারত ২০২২ মাউন্ট মঙ্গানুই
ম্যাট হেনরি পাকিস্তান ২০২৩ লাহোর
লকি ফার্গুসন শ্রীলঙ্কা ২০২৪ ডাম্বুলা

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে