
লক্ষ্যই বা আর কত! মাত্র ১৩১। কিন্তু এই রান তাড়া করা দলটি যদি হয় পাকিস্তান, তবে একটু হলেও ভাবনার বিষয় থাকে। তাদের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি জুড়ে আছে বলেই নয়, ছয় বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় এর সমান রান তাড়া করেও জিততে পারেনি পাকিস্তান।
২০১৭ সালে আবুধাবিতে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। কিন্তু রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে সর্ষে ফুল দেখা পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। এবার নিজেদের মাঠ গলে তেমন দৃশ্যেরই পুনরাবৃত্তি করার পথে স্বাগতিকেরা। সন্ধ্যায় সফরকারীদের বাঁহাতের ভেলকি দেখান প্রবাথ জয়াসুরিয়া।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে উল্টো চাপে পড়েছে পাকিস্তান। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামা সফরকারীদের চেপে ধরেন মূলত প্রবাথ। ওপেনার আবদুল্লাহ শফিককে (৮) ফেরানোর পর শান মাসুদকে (৭) বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি তিনি। রমেশ মেন্ডিস নওমান আলীকে (০) রানআউটটিও করেছেন প্রভাতের ওভারে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দিন শেষ করেছে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে। জয়ের জন্য তাদের দরকার আরও ৮৩ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করবেন ওপেনার ইমাম-উল-হক (২৫) ও অধিনায়ক বাবর আজম (৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৪৬১ রান।
বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকার ওপেনিং জুটি বেশি দূর এগোয়নি। করুনারত্নে (২০) দলীয় ৪২ রানে ফিরলেও ফিফটি তোলে নেন নিশান মাদুশকা (৫২)। এরপর ৯৯ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের আবারও রক্ষা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসেও ঢাল হয়ে উঠেছিল তাঁর ব্যাট। করেছিলেন সেঞ্চুরি। আজ খেলেছেন ১১৮ বলে ৮২ রানের ইনিংস।
ধনাঞ্জয়াকে সঙ্গ দেন রমেশ মেন্ডিস। নবম উইকেটে দুজনের ৯৪ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে তারা করেছিল ৩১২ রান।

লক্ষ্যই বা আর কত! মাত্র ১৩১। কিন্তু এই রান তাড়া করা দলটি যদি হয় পাকিস্তান, তবে একটু হলেও ভাবনার বিষয় থাকে। তাদের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি জুড়ে আছে বলেই নয়, ছয় বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় এর সমান রান তাড়া করেও জিততে পারেনি পাকিস্তান।
২০১৭ সালে আবুধাবিতে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। কিন্তু রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে সর্ষে ফুল দেখা পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। এবার নিজেদের মাঠ গলে তেমন দৃশ্যেরই পুনরাবৃত্তি করার পথে স্বাগতিকেরা। সন্ধ্যায় সফরকারীদের বাঁহাতের ভেলকি দেখান প্রবাথ জয়াসুরিয়া।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে উল্টো চাপে পড়েছে পাকিস্তান। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামা সফরকারীদের চেপে ধরেন মূলত প্রবাথ। ওপেনার আবদুল্লাহ শফিককে (৮) ফেরানোর পর শান মাসুদকে (৭) বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি তিনি। রমেশ মেন্ডিস নওমান আলীকে (০) রানআউটটিও করেছেন প্রভাতের ওভারে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দিন শেষ করেছে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে। জয়ের জন্য তাদের দরকার আরও ৮৩ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করবেন ওপেনার ইমাম-উল-হক (২৫) ও অধিনায়ক বাবর আজম (৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৪৬১ রান।
বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকার ওপেনিং জুটি বেশি দূর এগোয়নি। করুনারত্নে (২০) দলীয় ৪২ রানে ফিরলেও ফিফটি তোলে নেন নিশান মাদুশকা (৫২)। এরপর ৯৯ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের আবারও রক্ষা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসেও ঢাল হয়ে উঠেছিল তাঁর ব্যাট। করেছিলেন সেঞ্চুরি। আজ খেলেছেন ১১৮ বলে ৮২ রানের ইনিংস।
ধনাঞ্জয়াকে সঙ্গ দেন রমেশ মেন্ডিস। নবম উইকেটে দুজনের ৯৪ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে তারা করেছিল ৩১২ রান।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে