
জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়ার রোগ থেকে কিছুতেই বের হতে পারছে না রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে আবারও জয়ের মতো অবস্থায় থেকে হেরে গেছে রংপুর। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেটার বিপরীত অবস্থা তানজিম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।
৪২ বলে ৪৮ রান, হাতে ৭ উইকেট-গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুরের সামনে এক পর্যায়ে ম্যাচ জেতার সমীকরণ দাঁড়ায় এমন। ভিক্টোরিয়ার বিপক্ষে এমন সুবিধাজনক অবস্থায় থাকার পরও মুখ থুবড়ে পড়েছে রংপুর। ম্যাচটি রংপুর হেরে গেছে ১০ রানে। একই মাঠে কয়েক ঘণ্টা পর জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৪ উইকেটে তারা হারিয়েছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারকে।
১৫২ রানের লক্ষ্যে নেমে গত রাতে ২৭ বলেই ৫১ রান যোগ করে রংপুর। পঞ্চম ওভারের চতুর্থ বলে স্টিভেন টেলরকে ফিরিয়ে বিধ্বংসী এই উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাক্স বার্থিসেল। ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন টেলর। তিন নম্বরে নামা ওয়েইন ম্যাডসেন আউট হয়েছেন ৮ বলে ৯ রান করে। ১৭ রানের ব্যবধানে ২ উইকেট হারালে রংপুরের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৬৮ রান।
দ্রুত ২ উইকেট হারালেও বিচলিত হননি রংপুরের আরেক ওপেনার সৌম্য সরকার। তৃতীয় উইকেটে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ২৯ বলে ৩৩ রানের জুটি গড়তে অবদান রাখেন সৌম্য। আফিফ-সৌম্যর জুটি ভাঙতেই ধসের শুরু রংপুরের ইনিংসে। ২ উইকেটে ১০১ রান থেকে ৭ উইকেটে ১৩৫ রানে রংপুর পরিণত হয় চোখের পলকে। শেষ ৭ বলে ১৭ রান দরকার হলেও দলটি এমন পরিস্থিতিতে নিতে পেরেছে কেবল ৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানে থেমে যায় রংপুর। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন সৌম্য। ৪২ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন। ভিক্টোরিয়ার ক্যালাম স্টো ম্যাচে সেরা বোলিং করেছেন। ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ স্কোরার ব্লেক ম্যাকডোনাল্ড। ২৯ বলে ৭ চারে করেন ৪০ রান। তবে ম্যাচে ইমপ্যাক্ট রাখার মতো ব্যাটিং করেছেন স্কট এডওয়ার্ডস। ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। রংপুরের রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান নিয়েছেন ২টি করে উইকেট নিয়েছেন। রিশাদ ৪ ওভার বোলিং করে ২৩ রান খরচ করেছেন।
রংপুর হারার কয়েক ঘণ্টা পরই জয়ের স্বাদ পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশ সময় আজ সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়ারিয়র্স অধিনায়ক ইমরান তাহির। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া হ্যাম্পশায়ার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে ওয়ারিয়র্স। ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তাহির। ৪ ওভার বোলিং করে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তানজিম হাসান সাকিব ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ৪ ওভারে খরচ করেন ২৬ রান।
এই হ্যাম্পশায়ারের কাছে গত ২৮ নভেম্বর সুপার ওভারে হেরেছিল রংপুর। সেবার রংপুরকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছিল হ্যাম্পশায়ার। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গায়ানা পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে। সবার ওপরে থাকা ভিক্টোরিয়ার পয়েন্টও ৪। তারা ২ ম্যাচের ২টিতেই জিতেছে। ৩,৪ ও ৫ নম্বরে থাকা হ্যাম্পশায়ার, লাহোর কালান্দার্স ও রংপুরের পয়েন্ট ২,২ ও ০। রংপুর এরই মধ্যে ২ ম্যাচ খেলেছে।

জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়ার রোগ থেকে কিছুতেই বের হতে পারছে না রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে আবারও জয়ের মতো অবস্থায় থেকে হেরে গেছে রংপুর। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেটার বিপরীত অবস্থা তানজিম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।
৪২ বলে ৪৮ রান, হাতে ৭ উইকেট-গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে রংপুরের সামনে এক পর্যায়ে ম্যাচ জেতার সমীকরণ দাঁড়ায় এমন। ভিক্টোরিয়ার বিপক্ষে এমন সুবিধাজনক অবস্থায় থাকার পরও মুখ থুবড়ে পড়েছে রংপুর। ম্যাচটি রংপুর হেরে গেছে ১০ রানে। একই মাঠে কয়েক ঘণ্টা পর জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৪ উইকেটে তারা হারিয়েছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারকে।
১৫২ রানের লক্ষ্যে নেমে গত রাতে ২৭ বলেই ৫১ রান যোগ করে রংপুর। পঞ্চম ওভারের চতুর্থ বলে স্টিভেন টেলরকে ফিরিয়ে বিধ্বংসী এই উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাক্স বার্থিসেল। ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন টেলর। তিন নম্বরে নামা ওয়েইন ম্যাডসেন আউট হয়েছেন ৮ বলে ৯ রান করে। ১৭ রানের ব্যবধানে ২ উইকেট হারালে রংপুরের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৬৮ রান।
দ্রুত ২ উইকেট হারালেও বিচলিত হননি রংপুরের আরেক ওপেনার সৌম্য সরকার। তৃতীয় উইকেটে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ২৯ বলে ৩৩ রানের জুটি গড়তে অবদান রাখেন সৌম্য। আফিফ-সৌম্যর জুটি ভাঙতেই ধসের শুরু রংপুরের ইনিংসে। ২ উইকেটে ১০১ রান থেকে ৭ উইকেটে ১৩৫ রানে রংপুর পরিণত হয় চোখের পলকে। শেষ ৭ বলে ১৭ রান দরকার হলেও দলটি এমন পরিস্থিতিতে নিতে পেরেছে কেবল ৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানে থেমে যায় রংপুর। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন সৌম্য। ৪২ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মারেন। ভিক্টোরিয়ার ক্যালাম স্টো ম্যাচে সেরা বোলিং করেছেন। ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ স্কোরার ব্লেক ম্যাকডোনাল্ড। ২৯ বলে ৭ চারে করেন ৪০ রান। তবে ম্যাচে ইমপ্যাক্ট রাখার মতো ব্যাটিং করেছেন স্কট এডওয়ার্ডস। ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। রংপুরের রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান নিয়েছেন ২টি করে উইকেট নিয়েছেন। রিশাদ ৪ ওভার বোলিং করে ২৩ রান খরচ করেছেন।
রংপুর হারার কয়েক ঘণ্টা পরই জয়ের স্বাদ পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশ সময় আজ সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়ারিয়র্স অধিনায়ক ইমরান তাহির। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া হ্যাম্পশায়ার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করেছে। জয়ের লক্ষ্যে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে ওয়ারিয়র্স। ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তাহির। ৪ ওভার বোলিং করে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তানজিম হাসান সাকিব ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ৪ ওভারে খরচ করেন ২৬ রান।
এই হ্যাম্পশায়ারের কাছে গত ২৮ নভেম্বর সুপার ওভারে হেরেছিল রংপুর। সেবার রংপুরকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছিল হ্যাম্পশায়ার। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গায়ানা পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে। সবার ওপরে থাকা ভিক্টোরিয়ার পয়েন্টও ৪। তারা ২ ম্যাচের ২টিতেই জিতেছে। ৩,৪ ও ৫ নম্বরে থাকা হ্যাম্পশায়ার, লাহোর কালান্দার্স ও রংপুরের পয়েন্ট ২,২ ও ০। রংপুর এরই মধ্যে ২ ম্যাচ খেলেছে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে