
টেস্ট ক্রিকেট যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন। এই স্বপ্নপূরণের খুব কাছেই আছেন ফজলে মাহমুদ রাব্বি। সাকিব আল হাসানের ছুটি খুলে দিয়েছে তাঁর স্বপ্নের দুয়ার। সাকিবের বিকল্প হিসেবে গতকাল নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। অথচ আর দশটা ক্রিকেটারের মতো টেস্ট দলে ডাক পাওয়ার রোমাঞ্চ তাঁকে সেভাবে তাড়া করছে না।
কারণটা অনুমেয়। বাংলাদেশ দলে আগেও সুযোগ মিলেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি। দুটি ওয়ানডে খেললেও খুলতে পারেননি রানের খাতা। দুঃস্বপ্নের সেই অভিজ্ঞতার তিন বছর পেরিয়ে গেছে। এবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর ছুঁই ছুঁই এই ব্যাটার। এই আনন্দ ছুঁয়ে যাওয়ার কথা তাঁকে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের অতীত।
টেস্ট দলে জায়গা পাওয়ার পর রাব্বি তাই ফিরে গেলেন তিন বছর আগে। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘(জাতীয় দলে) আমার অভিজ্ঞতা ভালো নয় (২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক)। এটা একটা বিরাট সুযোগ, হয়তো আর আসত না। আসছে, অনেক খুশি।’
‘খুশি’ শব্দটা যেন ইচ্ছের বিরুদ্ধেই বলেছেন রাব্বি। আসলেই তিনি খুশি হবেন যদি পারফর্ম করতে পারেন। সেটা তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি সব সময়ই দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে মজা পাই। বাকিটা পারফরম্যান্সের ওপর। পারফর্ম করলে সবই ভালো লাগে। করতে না পারলে কিছুতেই মজা নেই। সবারই টেস্ট খেলার স্বপ্ন। দেখা যাক কী হয়!’
রাব্বির শেষ বাক্যটা নিঃসৃত হলো দীর্ঘশ্বাসে। সাম্প্রতিককালে বাংলাদেশ দলের পারফরম্যান্সও তাঁর অভিব্যক্তির মতোই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আড়াই দিনে ইনিংস হার ও ধবলধোলাইয়ের অস্বস্তি নিয়ে গতকাল রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মুমিনুলরা। আগামী ১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে। পরেরটা শুরু হবে ৯ জানুয়ারি।

টেস্ট ক্রিকেট যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন। এই স্বপ্নপূরণের খুব কাছেই আছেন ফজলে মাহমুদ রাব্বি। সাকিব আল হাসানের ছুটি খুলে দিয়েছে তাঁর স্বপ্নের দুয়ার। সাকিবের বিকল্প হিসেবে গতকাল নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। অথচ আর দশটা ক্রিকেটারের মতো টেস্ট দলে ডাক পাওয়ার রোমাঞ্চ তাঁকে সেভাবে তাড়া করছে না।
কারণটা অনুমেয়। বাংলাদেশ দলে আগেও সুযোগ মিলেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি। দুটি ওয়ানডে খেললেও খুলতে পারেননি রানের খাতা। দুঃস্বপ্নের সেই অভিজ্ঞতার তিন বছর পেরিয়ে গেছে। এবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর ছুঁই ছুঁই এই ব্যাটার। এই আনন্দ ছুঁয়ে যাওয়ার কথা তাঁকে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের অতীত।
টেস্ট দলে জায়গা পাওয়ার পর রাব্বি তাই ফিরে গেলেন তিন বছর আগে। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘(জাতীয় দলে) আমার অভিজ্ঞতা ভালো নয় (২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক)। এটা একটা বিরাট সুযোগ, হয়তো আর আসত না। আসছে, অনেক খুশি।’
‘খুশি’ শব্দটা যেন ইচ্ছের বিরুদ্ধেই বলেছেন রাব্বি। আসলেই তিনি খুশি হবেন যদি পারফর্ম করতে পারেন। সেটা তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি সব সময়ই দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে মজা পাই। বাকিটা পারফরম্যান্সের ওপর। পারফর্ম করলে সবই ভালো লাগে। করতে না পারলে কিছুতেই মজা নেই। সবারই টেস্ট খেলার স্বপ্ন। দেখা যাক কী হয়!’
রাব্বির শেষ বাক্যটা নিঃসৃত হলো দীর্ঘশ্বাসে। সাম্প্রতিককালে বাংলাদেশ দলের পারফরম্যান্সও তাঁর অভিব্যক্তির মতোই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আড়াই দিনে ইনিংস হার ও ধবলধোলাইয়ের অস্বস্তি নিয়ে গতকাল রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মুমিনুলরা। আগামী ১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে। পরেরটা শুরু হবে ৯ জানুয়ারি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে