
এশিয়া কাপ শুরুর আগেই ভেন্যু নিয়ে জল ঘোলা তো কম হয়নি। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরও আরেক দফা এশিয়া কাপের ভেন্যু বদলানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ম্যাচও।
৩১ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম পর্ব। আজ ভারত-নেপাল ম্যাচ শেষ হলে প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষ হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেসে যাওয়াতেই যেন আয়োজক কর্তৃপক্ষের দুশ্চিন্তা বেড়ে গেছে। সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনালসহ ৬টা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা এই ৬ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কলম্বোতে সাধারণত অক্টোবরে বর্ষাকাল শুরু হলেও এবার তা আগেভাগেই চলে এসেছে। যার মধ্যে ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কলম্বো থেকে ম্যাচ সরে গেলে বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে জানা গেছে, ডাম্বুলার কাছে হোটেল ব্যবস্থাপনা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে কাজ চলছে। ক্যান্ডি ও কলম্বোর তুলনায় সাধারণত এই সময়ে বৃষ্টি কম হয়। আর শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের আয়োজক কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।
আগামীকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পরশু লাহোরে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। বাকি ৬ ম্যাচের ভেন্যু কলম্বো থেকে সরানো হবে কি না, তা এখনো জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোয় সেপ্টেম্বরে পুরুষ ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।

এশিয়া কাপ শুরুর আগেই ভেন্যু নিয়ে জল ঘোলা তো কম হয়নি। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরও আরেক দফা এশিয়া কাপের ভেন্যু বদলানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ম্যাচও।
৩১ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম পর্ব। আজ ভারত-নেপাল ম্যাচ শেষ হলে প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষ হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেসে যাওয়াতেই যেন আয়োজক কর্তৃপক্ষের দুশ্চিন্তা বেড়ে গেছে। সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনালসহ ৬টা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা এই ৬ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কলম্বোতে সাধারণত অক্টোবরে বর্ষাকাল শুরু হলেও এবার তা আগেভাগেই চলে এসেছে। যার মধ্যে ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কলম্বো থেকে ম্যাচ সরে গেলে বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে জানা গেছে, ডাম্বুলার কাছে হোটেল ব্যবস্থাপনা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে কাজ চলছে। ক্যান্ডি ও কলম্বোর তুলনায় সাধারণত এই সময়ে বৃষ্টি কম হয়। আর শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের আয়োজক কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।
আগামীকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পরশু লাহোরে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। বাকি ৬ ম্যাচের ভেন্যু কলম্বো থেকে সরানো হবে কি না, তা এখনো জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোয় সেপ্টেম্বরে পুরুষ ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে