
২০১৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরের সিরিজেই একদিনের ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে ভরাডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের প্রথমটাতেই ৪০৮ করে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইংলিশরা । পরেরবার তো বিশ্বকাপই জিতে নিয়েছিল এউইন মরগানের দল।
এবার টেস্টে টানা ব্যর্থতার পর সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজ জিতে লাল বলের ক্রিকেটেও বার্তা দিল ইংল্যান্ড। কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তাদের জয় ৭ উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে শেষ ১০ টেস্টে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। এরপর দায়িত্ব নিয়েই অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্র্যান্ডন ম্যাককালামের ইংল্যান্ড টেস্ট ক্রিকেটেও নতুন দিনের গান শোনাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ২৭৭ ও ২৯৯ রান তাড়া করে জেতার পর তৃতীয়টিতে ইংল্যান্ড জিতল ২৯৬ রান তাড়া করে। বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে তৃতীয় দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে রাখে ইংলিশরা। ২ উইকেট ১৮৩ রানে তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন অলি পোপ ও জো রুট।
চতুর্থ দিন অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি পোপ। ৮২ রান করে ফিরেছেন টিম সাউদির বলে বোল্ট হয়ে। এরপর অবশ্য ইংলিশদের আর কোনো বিপদে পড়তে দেননি জো রুট ও জনি বেয়ারস্টো জুটি। দারুণ ছন্দে থাকা রুট অপরাজিত থাকেন ৮৬ রানে। আর স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিংয়ে ৪৪ বলে ৭১ রান করেন বেয়ারস্টো।
জয়ের পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘সিরিজটা দারুণ গেল। বিশ্ব সেরা দলের বিপক্ষে ৩-০ জয় । এটা টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তনের ফল। যেভাবে আমরা দ্রুত শেষ করেছি তা অসাধারণ। এর বড় কৃতিত্ব দিতে হবে ব্র্যান্ডন (ম্যাককালাম) ও অন্য স্টাফদের।’

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরের সিরিজেই একদিনের ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে ভরাডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের প্রথমটাতেই ৪০৮ করে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইংলিশরা । পরেরবার তো বিশ্বকাপই জিতে নিয়েছিল এউইন মরগানের দল।
এবার টেস্টে টানা ব্যর্থতার পর সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজ জিতে লাল বলের ক্রিকেটেও বার্তা দিল ইংল্যান্ড। কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তাদের জয় ৭ উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে শেষ ১০ টেস্টে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। এরপর দায়িত্ব নিয়েই অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্র্যান্ডন ম্যাককালামের ইংল্যান্ড টেস্ট ক্রিকেটেও নতুন দিনের গান শোনাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ২৭৭ ও ২৯৯ রান তাড়া করে জেতার পর তৃতীয়টিতে ইংল্যান্ড জিতল ২৯৬ রান তাড়া করে। বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে তৃতীয় দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে রাখে ইংলিশরা। ২ উইকেট ১৮৩ রানে তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন অলি পোপ ও জো রুট।
চতুর্থ দিন অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি পোপ। ৮২ রান করে ফিরেছেন টিম সাউদির বলে বোল্ট হয়ে। এরপর অবশ্য ইংলিশদের আর কোনো বিপদে পড়তে দেননি জো রুট ও জনি বেয়ারস্টো জুটি। দারুণ ছন্দে থাকা রুট অপরাজিত থাকেন ৮৬ রানে। আর স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিংয়ে ৪৪ বলে ৭১ রান করেন বেয়ারস্টো।
জয়ের পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘সিরিজটা দারুণ গেল। বিশ্ব সেরা দলের বিপক্ষে ৩-০ জয় । এটা টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তনের ফল। যেভাবে আমরা দ্রুত শেষ করেছি তা অসাধারণ। এর বড় কৃতিত্ব দিতে হবে ব্র্যান্ডন (ম্যাককালাম) ও অন্য স্টাফদের।’

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৫ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে