ক্রীড়া ডেস্ক

২৯ বছর পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। এর ওপর চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন তারা। তাই মাঠে নামতে হবে সমর্থকদের প্রত্যাশার চাপকে সঙ্গী করেই।
ওয়ানডে ফরম্যাটে সময়টা খারাপ যাচ্ছে না পাকিস্তানের। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মাটিতে সিরিজ জিতেছে তারা। তাই ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে অন্তত সেমিফাইনাল খেলা উচিত বর্তমান চ্যাম্পিয়নদের। আইসিসি রিভিউ অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত সাত-আট মাসে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায়। টপ-অর্ডারে সাইম আইয়ুবকে মিস করছে এবং সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে পাকিস্তানের বিপজ্জনক হয়ে ওঠার জন্য দলে যথেষ্ট গভীরতা রয়েছে, বিশেষ করে ঘরের মাটিতে।’
শাস্ত্রী আরও বলেন, ‘আমি বলব, তাদের অন্তত সেমিফাইনাল খেলা উচিত। পাকিস্তান এখনো খুবই বিপজ্জনক দল। তারা যদি সেমিফাইনালে ওঠে, তাহলে দ্বিগুণ বিপজ্জনক হবে।’
শাস্ত্রীর মতো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও পাকিস্তানকে হালকাভাবে না নেওয়ার ইঙ্গিত দিলেন। পাকিস্তানের পেস অ্যাটাক বেশ নজর কেড়েছে তাঁর। তিনি বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলিং অ্যাটাক খুবই ভালো। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ দারুণ ছন্দে রয়েছে। গতি ও স্কিল দিয়ে তারা যেকোনো ব্যাটিং লাইন-আপকে ঝামেলায় ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে বাবর কিছুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সে ও মোহাম্মদ রিজওয়ান যদি তাদের সেরা খেলাটা বের করে আনতে পারে। তাহলে পাকিস্তান অবিশ্বাস্য রকমের বিপজ্জনক হয়ে উঠবে। নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর মতো উচ্চ মানের খেলোয়াড় আছে তাদের। ঘরের মাঠে খেলার চাপটা দুই দিক থেকেই কাজে লাগতে পারে। আমি মনে করি, সেটা তাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ভারত (২৩ ফেব্রুয়ারি) ও বাংলাদেশ (২৭ ফেব্রুয়ারি)।

২৯ বছর পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। এর ওপর চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন তারা। তাই মাঠে নামতে হবে সমর্থকদের প্রত্যাশার চাপকে সঙ্গী করেই।
ওয়ানডে ফরম্যাটে সময়টা খারাপ যাচ্ছে না পাকিস্তানের। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মাটিতে সিরিজ জিতেছে তারা। তাই ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে অন্তত সেমিফাইনাল খেলা উচিত বর্তমান চ্যাম্পিয়নদের। আইসিসি রিভিউ অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত সাত-আট মাসে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায়। টপ-অর্ডারে সাইম আইয়ুবকে মিস করছে এবং সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে পাকিস্তানের বিপজ্জনক হয়ে ওঠার জন্য দলে যথেষ্ট গভীরতা রয়েছে, বিশেষ করে ঘরের মাটিতে।’
শাস্ত্রী আরও বলেন, ‘আমি বলব, তাদের অন্তত সেমিফাইনাল খেলা উচিত। পাকিস্তান এখনো খুবই বিপজ্জনক দল। তারা যদি সেমিফাইনালে ওঠে, তাহলে দ্বিগুণ বিপজ্জনক হবে।’
শাস্ত্রীর মতো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও পাকিস্তানকে হালকাভাবে না নেওয়ার ইঙ্গিত দিলেন। পাকিস্তানের পেস অ্যাটাক বেশ নজর কেড়েছে তাঁর। তিনি বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলিং অ্যাটাক খুবই ভালো। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ দারুণ ছন্দে রয়েছে। গতি ও স্কিল দিয়ে তারা যেকোনো ব্যাটিং লাইন-আপকে ঝামেলায় ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে বাবর কিছুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সে ও মোহাম্মদ রিজওয়ান যদি তাদের সেরা খেলাটা বের করে আনতে পারে। তাহলে পাকিস্তান অবিশ্বাস্য রকমের বিপজ্জনক হয়ে উঠবে। নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর মতো উচ্চ মানের খেলোয়াড় আছে তাদের। ঘরের মাঠে খেলার চাপটা দুই দিক থেকেই কাজে লাগতে পারে। আমি মনে করি, সেটা তাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ভারত (২৩ ফেব্রুয়ারি) ও বাংলাদেশ (২৭ ফেব্রুয়ারি)।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
৯ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩৭ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে