Ajker Patrika

ছিটকে গেলেন ইংল্যান্ডের সেমিফাইনাল স্পেশালিস্ট

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৪৯
ছিটকে গেলেন ইংল্যান্ডের সেমিফাইনাল স্পেশালিস্ট

সেমিফাইনালে জ্বলে ওঠা তার অভ্যাস। টানা দুই বিশ্বকাপের সেমিতে হেসেছে ব্যাট, জেসন রয় হয়তো জ্বলে উঠতেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও। কিন্তু এবার আর সেই সুযোগ পাচ্ছেন না ইংলিশ ওপেনার। কাফ মাসলের ইনজুরিতে কিউইদের বিপক্ষে বুধবার খেলতে পারবেন না রয়। 

গত পরশু শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে রান নিতে গিয়ে চোটে পড়েন রয়। মাঠ ছাড়তে হয়েছে সতীর্থদের কাঁধে চেপে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে কাফ মাসল ছিড়ে গেছে তার। রয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স। 

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রয় খেলেছিলেন ৪৪ বলে ৭৮ রানের ইনিংস।  ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন ৬৫ বলে ৮৫ রান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান রয়ের। পাঁচ ম্যাচে করেছেন ১২৩ রান। 

বিশ্বকাপে খেলতে না পারার যন্ত্রণা আছে। চোট নিয়েই পুনর্বাসন শুরু করে দিয়েছেন রয়। চোট কাটিয়ে খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ৩১ বছর বয়সী ওপেনার বলছেন, ‘আমার কাফ মাসল ছিঁড়ে গেছে। তারপরও আমার সর্বোচ্চ চেষ্টাটাই চলছে। যতটা সম্ভব চেষ্টা করব আগামী বছর ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার।’ 

জেমস ভিন্স ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে খেলানো হতে পারে মিডল অর্ডার ব্যাটার স্যাম বিলিংসকে। বিলিংকে মাঝে খেলিয়ে জস বাটলারের উদ্বোধনী সঙ্গী হতে পারেন জনি বেয়ারস্টো কিংবা ডেভিড মালান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত