Ajker Patrika

বিপিএলের আগের দিন মিরপুরে বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­
বিপিএলের আগের দিন মিরপুরে বিক্ষোভ
মিরপুর শেরেবাংলায় ২ নম্বর গেটের সামনে দেখা গেছে দর্শকদের ভিড়। টিকিট না পাওয়ার কারণেই মূলত এই জটলা। ছবি:আজকের পত্রিকা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুম। ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন মিরপুরে দেখা গেছে ঝামেলা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আজ সকালে দেখা গেছে মানুষের জটলা। বিশেষ করে দুই নম্বর গেটের সামনে তিল ধারণের ঠাঁই নেই। কেন এই মানুষের জটলা? জানা গেছে, বিপিএলের টিকিট না পেয়ে ভক্ত-সমর্থকেরা বিক্ষোভ করছেন। স্টেডিয়ামের সামনে কী ঘটছে, উৎসুক পথচারী সেটা দেখছেন।

১১তম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। টুর্নামেন্টের আগের দিনই মিরপুর শেরেবাংলায় দেখা গেছে দর্শকদের জটলা। ছবি:আজকের পত্রিকা
১১তম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। টুর্নামেন্টের আগের দিনই মিরপুর শেরেবাংলায় দেখা গেছে দর্শকদের জটলা। ছবি:আজকের পত্রিকা

টিকিট কীভাবে, কত টাকায় পাওয়া যাবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমণ্ডি, কামরাঙ্গিরচড়, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং-এই সাত শাখায় আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। সর্বোচ্চ ২০০০ টাকায় শেরেবাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর ও নিচের অংশে বসে খেলা দেখা যাবে। সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন গ্যালারিতে বসে।

বিপিএলে টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি দূর করতে কয়েক মাস আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তাঁরা টিকিটগুলো ডিজিটালাইজড করতে যাচ্ছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই বিসিবি সভাপতির কথার সঙ্গে কোনো মিল পাওয়া গেল না।বিপিএলে টিকিট নিয়ে চিরাচরিত ঝামেলাটা থেকেই গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত