ক্রীড়া ডেস্ক

বিপিএলে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই ফেরেন। বল হাতে উইকেট পেয়েছিলেন ১টি। এনসিএল টি-টোয়েন্টি লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে যে তাণ্ডব দেখিয়েছিলেন, সে বিবেচনায় বিপিএলে এখন পর্যন্ত প্রত্যাশা ততটা মেটাতে পারেননি জিসান আলম। তবে ধীরে ধীরে কার্যকর ভূমিকা রাখতে শুরু করেছেন এ অলরাউন্ডার।
প্রথম দুই ম্যাচে সুবিধা করতে না পারলেও নিজেদের শেষ দুই ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন জিসান। তাঁর দল দুর্বার রাজশাহী হারলেও আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৭ বলে ৩৮ ও ৪ ওভারে ২৫ রান দিয়ে জিসান শিকার করেছেন ১ উইকেট। আজও খুলনা টাইগার্সের বিপক্ষে ২৮ রানের দারুণ জয় পেয়েছে রাজশাহী। জিসান ব্যাট হাতে ২৩ এবং বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। শুরুতেই এনে দিচ্ছেন উইকেট।
দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ম্যাচ শেষে জিসানকে দলের ‘চমকপ্রদ প্যাকেজ’ হিসেবে উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘আসলে ও (জিসান) যদি ওর মতো করে খেলে, অবশ্যই দলের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ। ওর সামর্থ্য আছে। আশা করি, সে এই জিনিসগুলো বুঝবে, শিখবে। বিপিএলে তো আরও অনেক খেলোয়াড় আছে, যারা ভালো করেছে। ওদের সঙ্গে যদি কথা বলে এবং নিজের মান যদি ওভাবে ধরে রাখে, আমার কাছে মনে হয় অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ওর খেলায় উন্নতি হবে। প্রমাণ করতে পারবে, ওর সামর্থ্য কতটুকু।’
সম্প্রতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ৫২ বলে ১০ ছক্কায় সেঞ্চুরি করেছিলেন জিসান। আরেক ম্যাচে ২৭ বলে ৬০ এবং ৪৮ বলে ৭৩ রানের ইনিংসও খেলেছেন তিনি। এনসিএলের চেয়ে বিপিএল বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক। দায়িত্ব ও চাপ স্বাভাবিকভাবে বেশি। বিজয়ের বিশ্বাস জিসান এই চ্যালেঞ্জ উতরে যাবেন, ‘বিপিএলে যেরকম মানের খেলা হয়, সেখানে অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকে। এটা যখন ও পার করে ফেলবে, তখন জিনিসটা ওর জন্য আরও ভালো হবে। জিনিসটা চ্যালেঞ্জিং, তবে আশা করি পারবে।’

বিপিএলে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই ফেরেন। বল হাতে উইকেট পেয়েছিলেন ১টি। এনসিএল টি-টোয়েন্টি লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে যে তাণ্ডব দেখিয়েছিলেন, সে বিবেচনায় বিপিএলে এখন পর্যন্ত প্রত্যাশা ততটা মেটাতে পারেননি জিসান আলম। তবে ধীরে ধীরে কার্যকর ভূমিকা রাখতে শুরু করেছেন এ অলরাউন্ডার।
প্রথম দুই ম্যাচে সুবিধা করতে না পারলেও নিজেদের শেষ দুই ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন জিসান। তাঁর দল দুর্বার রাজশাহী হারলেও আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৭ বলে ৩৮ ও ৪ ওভারে ২৫ রান দিয়ে জিসান শিকার করেছেন ১ উইকেট। আজও খুলনা টাইগার্সের বিপক্ষে ২৮ রানের দারুণ জয় পেয়েছে রাজশাহী। জিসান ব্যাট হাতে ২৩ এবং বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। শুরুতেই এনে দিচ্ছেন উইকেট।
দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ম্যাচ শেষে জিসানকে দলের ‘চমকপ্রদ প্যাকেজ’ হিসেবে উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘আসলে ও (জিসান) যদি ওর মতো করে খেলে, অবশ্যই দলের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ। ওর সামর্থ্য আছে। আশা করি, সে এই জিনিসগুলো বুঝবে, শিখবে। বিপিএলে তো আরও অনেক খেলোয়াড় আছে, যারা ভালো করেছে। ওদের সঙ্গে যদি কথা বলে এবং নিজের মান যদি ওভাবে ধরে রাখে, আমার কাছে মনে হয় অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ওর খেলায় উন্নতি হবে। প্রমাণ করতে পারবে, ওর সামর্থ্য কতটুকু।’
সম্প্রতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ৫২ বলে ১০ ছক্কায় সেঞ্চুরি করেছিলেন জিসান। আরেক ম্যাচে ২৭ বলে ৬০ এবং ৪৮ বলে ৭৩ রানের ইনিংসও খেলেছেন তিনি। এনসিএলের চেয়ে বিপিএল বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক। দায়িত্ব ও চাপ স্বাভাবিকভাবে বেশি। বিজয়ের বিশ্বাস জিসান এই চ্যালেঞ্জ উতরে যাবেন, ‘বিপিএলে যেরকম মানের খেলা হয়, সেখানে অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকে। এটা যখন ও পার করে ফেলবে, তখন জিনিসটা ওর জন্য আরও ভালো হবে। জিনিসটা চ্যালেঞ্জিং, তবে আশা করি পারবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে