
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারকাসমৃদ্ধ দল গড়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলে গড়লেও তারা পিছিয়ে পড়েছে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।
ছয় ম্যাচ শেষে সমান ৫টি জয় নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন আবাহনী। দুইয়ে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয় রয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০টি শতকের অনন্য মাইলফলকের সামনে। শান্ত সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে রানখরা কাটিয়ে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন।
আবাহনীর সাফল্য নিয়ে দলের কোচ ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলেন, তাঁরা অপেক্ষায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা নাসির হোসেনের, ‘শান্তর ফর্মে ফেরা দলের জন্য ইতিবাচক। সুপার লিগের আগে আমরা নাসির হোসেনকে দলে পেতে চাই। যদিও তিনি আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন; তবে শুনেছি, এপ্রিলের শুরুতেই সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। নাসিরের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলের ভারসাম্য আরও বাড়াবে, বিশেষ করে জাতীয় দলের সিরিজে যখন কয়েকজন ক্রিকেটার ছাড়তে হবে।’
চোটে পড়ায় সর্বশেষ পাঁচটি ম্যাচ খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদ ফিট হয়ে ফেরার প্রস্তুতি নিয়েছেন। আজ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। ছয় ম্যাচে ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করে তিনি লিগের শীর্ষ রান সংগ্রাহক। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, লিগে ৫০ ছক্কা ও ১০০ চারের রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছেন। বোলিং বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সঙ্গে আরাফাত সানির মতো সাবেক জাতীয় দলের অভিজ্ঞ বোলাররা ধারাবাহিক ভালো করছেন। তবে গুলশান স্পোর্টিং ক্লাবের পেসার এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
২২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে