Ajker Patrika

সাকিবকে বিশ্রাম দিতে হবে, জানা নেই তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯: ৪৯
সাকিবকে বিশ্রাম দিতে হবে, জানা নেই তামিমের

মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। এমন ঘোষণার চার দিন পরই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় গেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাদা ও লাল বলের সিরিজের সব কটি ম্যাচে সাকিব থাকবেন কি না, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। 

ধোঁয়াশার কারণ, সাকিবের সঙ্গে আলোচনার পর গত ১০ মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট চাইলে সাকিবকে যেকোনো ম্যাচে বিশ্রাম দিতে পারবে। বাঁহাতি অলরাউন্ডার যদি কোনো ম্যাচে বিশ্রাম চান, তাঁকে সে সুযোগ দেওয়া হবে। সাকিব সব ম্যাচে খেলতে না চাইলে, তাতেও সমস্যা নেই।

ওয়ানডে সিরিজে ভালো করতে আত্মবিশ্বাসী তামিম ইকবালদল চলে যাওয়ার দুদিন পরই দক্ষিণ আফ্রিকায় গেছেন সাকিব। দলের সঙ্গে প্রথম দিন থেকেই অনুশীলন করেছেন তিনি। তবে সাকিব ঠিক কটি ম্যাচ খেলবেন, পরিষ্কার নয় বলেই আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নই হলো সাকিবের খেলা-না খেলার প্রসঙ্গ নিয়ে। উত্তরে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, সব ম্যাচেই খেলবেন সাকিব। এর বাইরে কোনো বার্তা নেই তাঁর কাছে।

সাকিবের বিশ্রাম প্রসঙ্গে জানতে চাইলে তামিম বলেছেন, ‘আমার কাছে এ রকম কোনো বার্তা নেই, যেখানে আমাকে বলা হয়েছে যে ওকে (সাকিব) এক-দুটি ম্যাচে বিশ্রাম দিতে হবে। তার সঙ্গে আমার স্বাভাবিক ক্রিকেট নিয়েই আলাপ হয়। আমি জানি সে ভালো করতে চায় এবং দলের সবাই সেটাই চায়। তা ছাড়া অন্য কোনো তথ্য আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত