ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটও তোলপাড় বইয়ে দিলেন বিরাট কোহলি। টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই ব্যাটার। তবে খবরটি এল রোহিত শর্মা অবসর নেওয়ার ঠিক তিন দিন পর।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে অনুরোধ করেছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। কিন্তু কোহলি সেই অনুরোধ মানবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না কোহলির। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্ট খেলে মাত্র ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছেন। আটটি ডিসমিসালের মধ্যে সাতটিতে তিনি আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। একটা সময় টেস্টে তাঁর গড় ছিল ৫০ এরও বেশি। কিন্তু শেষ পাঁচ বছরে পারফরম্যান্সের গ্রাফকে শুধুই নিচে নিয়ে গেছেন তিনি। ৩৭ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন মাত্র তিনটি। যা তাঁর নামের সঙ্গে বেশ বেমানান।
অস্ট্রেলিয়া সফরের পর তাই কোহলি অবসরের ছোটখাটো একটা ইঙ্গিত দিয়ে রাখেন। কিন্তু সেই খবর যে এতো দ্রুত সংবাদমাধ্যমে ভাসবে তা হয়তো কেউই টের পাননি। গত মার্চে তিনি বলেছিলেন, ‘হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না।’
৭ বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, ‘যেদিন আবার চেষ্টা করার স্পৃহা হারিয়ে ফেলব তখন আর কিছু করার থাকবে। কেউই আর রাজি করাতে পারবে না ফেরার জন্য। সেই সুযোগও নেই। অনুপ্রেরণা আসে জেতার মাধ্যমেই। যেদিন আগ্রহ হারিয়ে ফেলব, সেদিন খেলা ছেড়ে দেব। আমি কখনোই নিজের শরীরের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করব না।’
অনুরোধের পরও তাই কোহলি নিজের সিদ্ধান্তে অটল থাকেন কি না সেটাই দেখার বিষয়। গত বছর বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। সাদা পোশাকে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে ৯ হাজার ২৩০ রান করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। এই সিরিজ দিয়েই হয়তো টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি।

ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটও তোলপাড় বইয়ে দিলেন বিরাট কোহলি। টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই ব্যাটার। তবে খবরটি এল রোহিত শর্মা অবসর নেওয়ার ঠিক তিন দিন পর।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে অনুরোধ করেছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। কিন্তু কোহলি সেই অনুরোধ মানবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না কোহলির। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্ট খেলে মাত্র ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছেন। আটটি ডিসমিসালের মধ্যে সাতটিতে তিনি আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। একটা সময় টেস্টে তাঁর গড় ছিল ৫০ এরও বেশি। কিন্তু শেষ পাঁচ বছরে পারফরম্যান্সের গ্রাফকে শুধুই নিচে নিয়ে গেছেন তিনি। ৩৭ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন মাত্র তিনটি। যা তাঁর নামের সঙ্গে বেশ বেমানান।
অস্ট্রেলিয়া সফরের পর তাই কোহলি অবসরের ছোটখাটো একটা ইঙ্গিত দিয়ে রাখেন। কিন্তু সেই খবর যে এতো দ্রুত সংবাদমাধ্যমে ভাসবে তা হয়তো কেউই টের পাননি। গত মার্চে তিনি বলেছিলেন, ‘হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না।’
৭ বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, ‘যেদিন আবার চেষ্টা করার স্পৃহা হারিয়ে ফেলব তখন আর কিছু করার থাকবে। কেউই আর রাজি করাতে পারবে না ফেরার জন্য। সেই সুযোগও নেই। অনুপ্রেরণা আসে জেতার মাধ্যমেই। যেদিন আগ্রহ হারিয়ে ফেলব, সেদিন খেলা ছেড়ে দেব। আমি কখনোই নিজের শরীরের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করব না।’
অনুরোধের পরও তাই কোহলি নিজের সিদ্ধান্তে অটল থাকেন কি না সেটাই দেখার বিষয়। গত বছর বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। সাদা পোশাকে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে ৯ হাজার ২৩০ রান করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। এই সিরিজ দিয়েই হয়তো টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে