Ajker Patrika

অনুরোধের পরও কি সিদ্ধান্তে অটল থাকবেন কোহলি

ক্রীড়া ডেস্ক    
অনুরোধের পরও কি সিদ্ধান্তে অটল থাকবেন কোহলি
টেস্ট থেকে অবসর নিতে চান কোহলি। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটও তোলপাড় বইয়ে দিলেন বিরাট কোহলি। টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই ব্যাটার। তবে খবরটি এল রোহিত শর্মা অবসর নেওয়ার ঠিক তিন দিন পর।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে অনুরোধ করেছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। কিন্তু কোহলি সেই অনুরোধ মানবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না কোহলির। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্ট খেলে মাত্র ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছেন। আটটি ডিসমিসালের মধ্যে সাতটিতে তিনি আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। একটা সময় টেস্টে তাঁর গড় ছিল ৫০ এরও বেশি। কিন্তু শেষ পাঁচ বছরে পারফরম্যান্সের গ্রাফকে শুধুই নিচে নিয়ে গেছেন তিনি। ৩৭ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন মাত্র তিনটি। যা তাঁর নামের সঙ্গে বেশ বেমানান।

অস্ট্রেলিয়া সফরের পর তাই কোহলি অবসরের ছোটখাটো একটা ইঙ্গিত দিয়ে রাখেন। কিন্তু সেই খবর যে এতো দ্রুত সংবাদমাধ্যমে ভাসবে তা হয়তো কেউই টের পাননি। গত মার্চে তিনি বলেছিলেন, ‘হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না।’

৭ বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, ‘যেদিন আবার চেষ্টা করার স্পৃহা হারিয়ে ফেলব তখন আর কিছু করার থাকবে। কেউই আর রাজি করাতে পারবে না ফেরার জন্য। সেই সুযোগও নেই। অনুপ্রেরণা আসে জেতার মাধ্যমেই। যেদিন আগ্রহ হারিয়ে ফেলব, সেদিন খেলা ছেড়ে দেব। আমি কখনোই নিজের শরীরের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করব না।’

অনুরোধের পরও তাই কোহলি নিজের সিদ্ধান্তে অটল থাকেন কি না সেটাই দেখার বিষয়। গত বছর বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। সাদা পোশাকে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে ৯ হাজার ২৩০ রান করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। এই সিরিজ দিয়েই হয়তো টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত