নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গায়ানায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই পোঁছে যায় স্বাগতিকেরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবিয়রা। ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
১৬৪ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশের বোলিংয়ের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। পাওয়ার প্লের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট তুলে নেন বাংলাদেশ বোলাররা। আউট হয়ে যান ওপেনার ব্রেন্ডন কিং ও তিনে নামা শামারাহ ব্রুকস। নাসুম আহমেদের প্রথম ওভারের শেষ বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে অধিনায়ক মাহমুদউল্লাহর রিয়াদের হাতে ধড়া পড়েন কিং (৭)।
পাওয়ার প্লের চতুর্থ ওভারে আরেক স্পিনার মেহেদী হাসানের শিকারে পরিণত হন ব্রুকস (১২)। স্কয়ার লেগে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন তিনি। উইকেটের মন্থর ভাবের সুবিধা নিতে পাওয়ার প্লের ৬ ওভারেই স্পিনার দিয়ে বোলিং করায় বাংলাদেশ। সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট নেন আরেক স্পিনার সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লু হন ওডিন স্মিথ (২)। ৪৩ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান। দুজনের জুটি থেকে আসে ৮৫ রান। ৩৮ বলে ৫ ছক্কা ও ২ চারে মেয়ার্স ৫১ রানে আউট হলে এই জুটি ভাঙে। স্কোরবোর্ডে ১২৮ রান তুলে ততক্ষণে ম্যাচ অবশ্য ক্যারিবিয়ানদের হাতে। আফিফ হোসেনের বলে রোভম্যান পাওয়েল ৫ রানে আউট হয়ে গেলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন পুরান। ৭৪ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবীয় অধিনায়ক। ৩৯ বলের ইনিংসে সমান ৫টি করে ছক্কা-চার মারেন পুরান। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন নাসুম।

গায়ানায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই পোঁছে যায় স্বাগতিকেরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবিয়রা। ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
১৬৪ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশের বোলিংয়ের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। পাওয়ার প্লের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট তুলে নেন বাংলাদেশ বোলাররা। আউট হয়ে যান ওপেনার ব্রেন্ডন কিং ও তিনে নামা শামারাহ ব্রুকস। নাসুম আহমেদের প্রথম ওভারের শেষ বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে অধিনায়ক মাহমুদউল্লাহর রিয়াদের হাতে ধড়া পড়েন কিং (৭)।
পাওয়ার প্লের চতুর্থ ওভারে আরেক স্পিনার মেহেদী হাসানের শিকারে পরিণত হন ব্রুকস (১২)। স্কয়ার লেগে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন তিনি। উইকেটের মন্থর ভাবের সুবিধা নিতে পাওয়ার প্লের ৬ ওভারেই স্পিনার দিয়ে বোলিং করায় বাংলাদেশ। সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট নেন আরেক স্পিনার সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লু হন ওডিন স্মিথ (২)। ৪৩ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান। দুজনের জুটি থেকে আসে ৮৫ রান। ৩৮ বলে ৫ ছক্কা ও ২ চারে মেয়ার্স ৫১ রানে আউট হলে এই জুটি ভাঙে। স্কোরবোর্ডে ১২৮ রান তুলে ততক্ষণে ম্যাচ অবশ্য ক্যারিবিয়ানদের হাতে। আফিফ হোসেনের বলে রোভম্যান পাওয়েল ৫ রানে আউট হয়ে গেলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন পুরান। ৭৪ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবীয় অধিনায়ক। ৩৯ বলের ইনিংসে সমান ৫টি করে ছক্কা-চার মারেন পুরান। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন নাসুম।

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
৩ ঘণ্টা আগে