Ajker Patrika

পাকিস্তানের বিশ্বকাপ বর্জনকে ‘নাটক’ মনে করেন অশ্বিন 

পাকিস্তানের বিশ্বকাপ বর্জনকে ‘নাটক’ মনে করেন অশ্বিন 

এশিয়া কাপের ভেন্যু নিয়ে ভারত-পাকিস্তানের লড়াই যেন তাদের মাঠের লড়াইকেও ছাপিয়ে গেছে। পাকিস্তানে ভারতীয় দলের খেলতে না আসার পরিপ্রেক্ষিতে পাকিস্তান দলও ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। পাকিস্তানের এই বিশ্বকাপ বর্জন অশ্বিনের কাছে মনে হচ্ছে ‘নাটক’। 

২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। এশিয়া কাপ নিয়ে সমস্যার সূত্রপাত করেছিলেন জয় শাহ। গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দেওয়া হয়েছিল। 

অশ্বিন মনে করেন, পাকিস্তানের এমন ‘রোগ’ অনেক আগে থেকেই। ভারতীয় এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেন, ‘এমনটা আমরা এর আগেও অনেকবার দেখেছি। যখন আমরা বলি তাদের মাঠে আমরা খেলতে যাব না, তারাও আমাদের এখানে খেলতে না আসার কথা জানিয়ে দেয়। একই ভাবে পাকিস্তান বলে দিয়েছে তারা এখানে খেলতে আসবে না। আমার মনে হয় না এটা সম্ভব।’ 
 
এশিয়া কাপ নিয়ে বিসিসিআই ও পিসিবির চলমান দ্বন্দ্বের অবসানে গত পরশু বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জরুরি বৈঠক হয়েছিল। তবে দুই পক্ষই যার যার অবস্থানে অটল থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করেছিলেন জয় শাহ। আমিরাতের সঙ্গে কাতারও এশিয়া কাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত