ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে ভালোর চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। সেটা তাঁর পারফরম্যান্সের কারণেই। হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে তিনি কোনো এক সময় জ্বলে ওঠেন। ছন্দে না থাকা বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দুঃসময়ে তাঁর পাশে ঢাকার সঙ্গে থাকছে রংপুরও।
এবারের বিপিএলে লিটন খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। স্টেডিয়ামে তাঁর ওপর দর্শকদের দুয়োধ্বনি সামাজিক মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খুব কম মানুষেরই সেটা নজর এড়িয়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ‘আক্রমণের’ ওপর ফ্র্যাঞ্চাইজিটি তাঁর সমর্থনে একটি পোস্ট দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’ রংপুর রাইডার্স লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।’
১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন। সেদিন সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেঞ্চুরিতে রেকর্ড বই তছনছ করে দেন তিনি। তবে ভেন্যু বদলাতেই দেখা গেল লিটনের ভিন্ন রূপ। ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বলে করেন ১৩ রান। বাউন্ডারি লাইনে লিটন যখন ফিল্ডিং করছিলেন, হঠাৎ কয়েক জন দর্শক ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। বারবার যখন এমনটা হচ্ছিল, লিটন দর্শকদের দিকে অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকেন।

ঢাকা ক্যাপিটালসের পোস্ট নিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজে বাংলাদেশের এই ব্যাটার লিখেছিলেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’ লিটনকে নিয়ে রংপুর রাইডার্সের পোস্টকেও সাধুবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।

ক্যারিয়ারে ভালোর চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। সেটা তাঁর পারফরম্যান্সের কারণেই। হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে তিনি কোনো এক সময় জ্বলে ওঠেন। ছন্দে না থাকা বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দুঃসময়ে তাঁর পাশে ঢাকার সঙ্গে থাকছে রংপুরও।
এবারের বিপিএলে লিটন খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। স্টেডিয়ামে তাঁর ওপর দর্শকদের দুয়োধ্বনি সামাজিক মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খুব কম মানুষেরই সেটা নজর এড়িয়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ‘আক্রমণের’ ওপর ফ্র্যাঞ্চাইজিটি তাঁর সমর্থনে একটি পোস্ট দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’ রংপুর রাইডার্স লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।’
১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন। সেদিন সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেঞ্চুরিতে রেকর্ড বই তছনছ করে দেন তিনি। তবে ভেন্যু বদলাতেই দেখা গেল লিটনের ভিন্ন রূপ। ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বলে করেন ১৩ রান। বাউন্ডারি লাইনে লিটন যখন ফিল্ডিং করছিলেন, হঠাৎ কয়েক জন দর্শক ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। বারবার যখন এমনটা হচ্ছিল, লিটন দর্শকদের দিকে অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকেন।

ঢাকা ক্যাপিটালসের পোস্ট নিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজে বাংলাদেশের এই ব্যাটার লিখেছিলেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’ লিটনকে নিয়ে রংপুর রাইডার্সের পোস্টকেও সাধুবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে