
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপ অভিযান শুরুর আগেই দুঃসংবাদবাদ শুনল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান পাচ্ছে না অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে।
পাঁজরের চোটের কারণে পাকিস্তানের প্রথম ম্যাচে নেই ইমাদ। চোট থেকে সেরে না ওঠা পর্যন্ত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তানের মেডিকেল বিভাগ। ডালাসে সাংবাদিকদের পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘ইমাদ ওয়াসিম পাঁজরের চোটে ভুগছেন। তার মানে আমাদের প্রথম ম্যাচে সে খেলতে পারবে না।’
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ ও ১১ জুন ভারত ও কানাডার বিপক্ষে খেলবে পাকিস্তান। ফ্লোরিডায় ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন বাবররা। বাকি তিন ম্যাচে ইমাদ থাকবেন বলে আশা বাবরের। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘যদিও প্রথম ম্যাচ সে খেলতে পারছে না। আশা করছি সে পরের ম্যাচগুলো খেলতে পারবে।’
ইমাদ পাঁজরের চোটে ভুগছেন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে ব্যাটিং অনুশীলনের সময় ডান পাঁজরে ব্যথা অনুভব করেন পাকিস্তানের বাহাতি স্পিনিং অলরাউন্ডার। চার ম্যাচের সেই সিরিজ পাকিস্তান হেরেছে ২-০ ব্যবধানে। ২ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরের নভেম্বরে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। তবে পিসিবির অনুরোধে অবসর ভেঙেছেন এ বছরের মার্চে। অবসর ভেঙে জায়গা পেয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৭২ ম্যাচ খেলে ৬.৩০ ইকোনমিতে নেন ৭০ উইকেট। ব্যাটিংয়ে ৫৩৫ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ১৬.২১ ও ১৩৪.৭৬। ইমাদের মতো আমিরও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে যান।

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপ অভিযান শুরুর আগেই দুঃসংবাদবাদ শুনল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান পাচ্ছে না অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে।
পাঁজরের চোটের কারণে পাকিস্তানের প্রথম ম্যাচে নেই ইমাদ। চোট থেকে সেরে না ওঠা পর্যন্ত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তানের মেডিকেল বিভাগ। ডালাসে সাংবাদিকদের পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘ইমাদ ওয়াসিম পাঁজরের চোটে ভুগছেন। তার মানে আমাদের প্রথম ম্যাচে সে খেলতে পারবে না।’
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ ও ১১ জুন ভারত ও কানাডার বিপক্ষে খেলবে পাকিস্তান। ফ্লোরিডায় ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন বাবররা। বাকি তিন ম্যাচে ইমাদ থাকবেন বলে আশা বাবরের। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘যদিও প্রথম ম্যাচ সে খেলতে পারছে না। আশা করছি সে পরের ম্যাচগুলো খেলতে পারবে।’
ইমাদ পাঁজরের চোটে ভুগছেন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে ব্যাটিং অনুশীলনের সময় ডান পাঁজরে ব্যথা অনুভব করেন পাকিস্তানের বাহাতি স্পিনিং অলরাউন্ডার। চার ম্যাচের সেই সিরিজ পাকিস্তান হেরেছে ২-০ ব্যবধানে। ২ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরের নভেম্বরে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। তবে পিসিবির অনুরোধে অবসর ভেঙেছেন এ বছরের মার্চে। অবসর ভেঙে জায়গা পেয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৭২ ম্যাচ খেলে ৬.৩০ ইকোনমিতে নেন ৭০ উইকেট। ব্যাটিংয়ে ৫৩৫ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ১৬.২১ ও ১৩৪.৭৬। ইমাদের মতো আমিরও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে যান।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১৫ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৪২ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে