নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় এক যুগ পর আবার বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স। এবার এই অস্ট্রেলিয়ান আসছেন ব্যাটিং পরামর্শক হয়ে। গত মাসেই সিডন্সের ফেরার ব্যাপার নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার ঠিক কোন দলের সঙ্গে কাজ করবেন সিডন্স, সে বিষয়ে তখন কিছুই নিশ্চিত করেনি বিসিবি।
আজ এক ভিডিও বার্তায় নিজের কাজের ধরন সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন সিডন্স। একই সঙ্গে কখন আসছেন সেটাও জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই কোচ। ভিডিও বার্তায় সিডন্স বলেছেন, ‘মাত্রই বাংলাদেশে যাওয়ার ভিসা পেয়েছি। আগামী সপ্তাহের দিকে ফ্লাইটের জন্য বুকিং দেব। আশা করি ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করতে পারব। এর আগেও সেখানে কাজ করেছি। খুবই ভালো লেগেছিল তখন। জানি, এবারও ভালো লাগবে।’
নিজের কাজের ধরন সম্পর্কে সিডন্স বলেছেন, ‘ওখানে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকব। এই কাজটা আমার খুব পছন্দের—তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।’
তবে জাতীয় দল নাকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন সিডন্স। বলেছেন, ‘শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে কোন দলের সঙ্গে বেশির ভাগ সময় কাজ করব। তবে এটা নিশ্চিত, ওদের সবচেয়ে প্রতিভাবান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কাজ করব, তাদের খেলায় উন্নতি নিয়ে কাজ করব।’
বাংলাদেশ দল সম্পর্কে সিডন্স যে খোঁজখবর রাখছেন, সেটাও বোঝা গেল তাঁর কথায়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের কথা উল্লেখ করে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ওরা দারুণ কিছু জয় পেয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে। কিছুদিন আগে নিউজিল্যান্ডে প্রথম টেস্টে জয়ের কথা আলাদা করে বলতে হচ্ছে। দারুণ জয় ছিল সেটা। ব্যাটিং ও বোলিং দুটিই দারুণ হয়েছিল। এরপর দ্বিতীয় টেস্টে অবশ্য একেবারে ভেঙে পড়েছে। এমনটা কেন হলো বলতে পারছি না। তবে (বাংলাদেশের ক্ষেত্রে) এমনই হয় বেশির ভাগ সময়ে।’

প্রায় এক যুগ পর আবার বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স। এবার এই অস্ট্রেলিয়ান আসছেন ব্যাটিং পরামর্শক হয়ে। গত মাসেই সিডন্সের ফেরার ব্যাপার নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার ঠিক কোন দলের সঙ্গে কাজ করবেন সিডন্স, সে বিষয়ে তখন কিছুই নিশ্চিত করেনি বিসিবি।
আজ এক ভিডিও বার্তায় নিজের কাজের ধরন সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন সিডন্স। একই সঙ্গে কখন আসছেন সেটাও জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই কোচ। ভিডিও বার্তায় সিডন্স বলেছেন, ‘মাত্রই বাংলাদেশে যাওয়ার ভিসা পেয়েছি। আগামী সপ্তাহের দিকে ফ্লাইটের জন্য বুকিং দেব। আশা করি ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করতে পারব। এর আগেও সেখানে কাজ করেছি। খুবই ভালো লেগেছিল তখন। জানি, এবারও ভালো লাগবে।’
নিজের কাজের ধরন সম্পর্কে সিডন্স বলেছেন, ‘ওখানে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকব। এই কাজটা আমার খুব পছন্দের—তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।’
তবে জাতীয় দল নাকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন সিডন্স। বলেছেন, ‘শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে কোন দলের সঙ্গে বেশির ভাগ সময় কাজ করব। তবে এটা নিশ্চিত, ওদের সবচেয়ে প্রতিভাবান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কাজ করব, তাদের খেলায় উন্নতি নিয়ে কাজ করব।’
বাংলাদেশ দল সম্পর্কে সিডন্স যে খোঁজখবর রাখছেন, সেটাও বোঝা গেল তাঁর কথায়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের কথা উল্লেখ করে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ওরা দারুণ কিছু জয় পেয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে। কিছুদিন আগে নিউজিল্যান্ডে প্রথম টেস্টে জয়ের কথা আলাদা করে বলতে হচ্ছে। দারুণ জয় ছিল সেটা। ব্যাটিং ও বোলিং দুটিই দারুণ হয়েছিল। এরপর দ্বিতীয় টেস্টে অবশ্য একেবারে ভেঙে পড়েছে। এমনটা কেন হলো বলতে পারছি না। তবে (বাংলাদেশের ক্ষেত্রে) এমনই হয় বেশির ভাগ সময়ে।’

ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৭ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
২ ঘণ্টা আগে
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
২ ঘণ্টা আগে