Ajker Patrika

বিশ্বকাপে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়াল

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ছবি: সিবি
বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ছবি: সিবি

জিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। বিশ্বকাপে যেতে হলে শুধু জিতলেই হবে না, উইন্ডিজের মেয়েদের জিততে হবে রান রেটের জটিল সমীকরণ মাথায় রেখেই। কঠিন এই সমীকরণই স্বপ্ন দেখাচ্ছে জ্যোতিদের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৬.১ ওভারে ১৬৬ রানে থাই মেয়েদেরকে আটকে দিয়েছে তাঁরা। উইন্ডিজের মেয়েদের জয়ের লক্ষ্য ১৬৭ রান। তবে বিশ্বকাপে জেতে হলে এই রান ১০ ওভারের মধ্যে পেরোতে হবে তাদের। যা অনেকটাই অসম্ভব বলেই মনে হচ্ছে।

ম্যাচ জিতলে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বিশ্বকাপের মূলপর্বে যেতে হলে বাংলাদেশের নেট রানরেটকেও টপকাতে হবে উইন্ডিজের মেয়েদের। এটাই শাপেবর হয়েছে জ্যোতিদের।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচ শেষে ৬ পয়েন্ট জ্যোতিদের, রানরেট ০.৬৩৯। ৪ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের রানরেট –০.২৮৩।

এর আগে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান দরকার ছিল, সেই ম্যাচেই কিনা জ্যোতিরা ৫০ ওভার খেলেও ৯ উইকেটে রান তুলতে পারলেন মাত্র ১৭৮; যা টপকে যেতে মোটেও বেগ পেতে হয়নি স্বাগতিক পাকিস্তানি মেয়েদের। ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলে পাকিস্তান (১৮১/৩)। ফলে জ্যোতিদের ভাগ্য এখন চলে গেছে থাইল্যান্ডের প্রথম ১০ ওভারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত