Ajker Patrika

বুমরার পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন শামি

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৮: ১৩
বুমরার পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন শামি

জসপ্রিত বুমরাকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫  সদস্যের দল ঘোষণা করেছিল ভারত। কিন্তু পিঠের চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তাঁর পরিবর্তে এবার দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।

আজ প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পরিবর্তে শামির নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। শামি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন এবং ব্রিসবেনের প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যুক্ত হবেন।

চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। পরে সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে আবারও চোটে পড়েন। এবারের চোট তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে। এতে করে স্ট্যান্ডবাইয়ে থাকা শামির কপাল খুলেছে। বুমরার চোটে পড়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল শামির জায়গা হতে পারে বিশ্বকাপে। সেই গুঞ্জন আজ সত্যি প্রমাণিত হয়েছে। বুমরার চোটে এবার সরাসরি মূল দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই পেসার। ২০২২ আইপিএলে গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করতে শামির অবদান ছিল অনবদ্য।

অন্যদিকে ভারতের বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত