
এর চেয়ে আর বেশি কিইবা করতে পারতেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে নেমে সাকিব করেছেন ঝোড়ো ফিফটি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ।
২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায়। শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে ১১ রান। তিনে নামা সৌম্য সরকারের সঙ্গে দারুণভাবে এগোচ্ছিলেন লিটন দাস। তবে লিটনও দ্রুত বিদায় নেন। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৪৭ রান।
শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব । উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সৌম্য করেছেন ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যেখানে শুধু একাই লড়াই করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৬০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান। ৪০ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

এর চেয়ে আর বেশি কিইবা করতে পারতেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে নেমে সাকিব করেছেন ঝোড়ো ফিফটি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ।
২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায়। শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে ১১ রান। তিনে নামা সৌম্য সরকারের সঙ্গে দারুণভাবে এগোচ্ছিলেন লিটন দাস। তবে লিটনও দ্রুত বিদায় নেন। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৪৭ রান।
শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব । উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সৌম্য করেছেন ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যেখানে শুধু একাই লড়াই করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৬০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান। ৪০ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে