
খেলোয়াড়ি জীবনে অনেক ক্রিকেটারের সঙ্গে মাঠেই লেগে গেছে গৌতম গম্ভীরের। এখনো যখন সুযোগ পান, কাউকে কথা শোনাতে ছাড়েন না গম্ভীর। ভারতের তারকা ক্রিকেটারের মুখ থেকে যেন আগুনের হলকা বেরোয়। সঞ্জু স্যামসনকে এবার হুশিয়ারি দিলেন গম্ভীর।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্যামসনের অভিষেক ২০১৫ সালে। ভারতের জার্সিতে ৯ বছরে খেলেছেন ৪১ ম্যাচ। খেলেছেন ১৬ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৫ ম্যাচ। ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স হলেও ভারতের টি-টোয়েন্টি দলে সেই অর্থে মেলে ধরতে পারেননি। তবে বিশ্বকাপে খেলার সুযোগ কখনোই হয়নি তাঁর। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। স্যামসনকে নিয়ে ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘বিশ্বকাপ দলে তুমি এখন সুযোগ পেয়েছ। তোমার সামনে সুযোগ এসেছে। যদি তুমি সুযোগ পাও, তোমার কাজ হবে ভারতের হয়ে ম্যাচ জেতা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তোমার রয়েছে। তুমি তো এখন নতুন নয় যে আরও অপেক্ষা করতে হবে।’
স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। ১৩ ম্যাচে ৫০৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ছয়ে তিনি। গড় ৫৬ ও স্ট্রাইকরেট ১৫৬.৫২। আইপিএলের ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস গম্ভীরের। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বাদ তুমি পেয়েছ। আইপিএলে ভালো খেলেছ। এখন সুযোগ পেয়েছ বিশ্বকাপে খেলার। আশা করি সঞ্জু বিশ্বকাপে দেখাবে যে সে এই মঞ্চে খেলার জন্য তার কতটুকু সামর্থ্য রয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে যখন তুমি সফল হবে, তখন পুরো বিশ্ব দেখবে এবং মনে রাখবে।’

খেলোয়াড়ি জীবনে অনেক ক্রিকেটারের সঙ্গে মাঠেই লেগে গেছে গৌতম গম্ভীরের। এখনো যখন সুযোগ পান, কাউকে কথা শোনাতে ছাড়েন না গম্ভীর। ভারতের তারকা ক্রিকেটারের মুখ থেকে যেন আগুনের হলকা বেরোয়। সঞ্জু স্যামসনকে এবার হুশিয়ারি দিলেন গম্ভীর।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্যামসনের অভিষেক ২০১৫ সালে। ভারতের জার্সিতে ৯ বছরে খেলেছেন ৪১ ম্যাচ। খেলেছেন ১৬ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৫ ম্যাচ। ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স হলেও ভারতের টি-টোয়েন্টি দলে সেই অর্থে মেলে ধরতে পারেননি। তবে বিশ্বকাপে খেলার সুযোগ কখনোই হয়নি তাঁর। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। স্যামসনকে নিয়ে ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘বিশ্বকাপ দলে তুমি এখন সুযোগ পেয়েছ। তোমার সামনে সুযোগ এসেছে। যদি তুমি সুযোগ পাও, তোমার কাজ হবে ভারতের হয়ে ম্যাচ জেতা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তোমার রয়েছে। তুমি তো এখন নতুন নয় যে আরও অপেক্ষা করতে হবে।’
স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। ১৩ ম্যাচে ৫০৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ছয়ে তিনি। গড় ৫৬ ও স্ট্রাইকরেট ১৫৬.৫২। আইপিএলের ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস গম্ভীরের। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বাদ তুমি পেয়েছ। আইপিএলে ভালো খেলেছ। এখন সুযোগ পেয়েছ বিশ্বকাপে খেলার। আশা করি সঞ্জু বিশ্বকাপে দেখাবে যে সে এই মঞ্চে খেলার জন্য তার কতটুকু সামর্থ্য রয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে যখন তুমি সফল হবে, তখন পুরো বিশ্ব দেখবে এবং মনে রাখবে।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১৩ ঘণ্টা আগে