
২০২৪-২০২৭ নারী ক্রিকেটের আগামী চারটি বিশ্ব আসরের স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। দশ দলের অংশগ্রহণে ২৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের এঔ বিশ্বকাপ।
২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। ২০২৭ নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে এ ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বাছাই পর্ব উতরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
২০১৪ সালে পুরুষদের সঙ্গে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল বাংলাদেশ। সভা শেষে আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে বলেন, 'আমরা নারীদের সাদা বলের ইভেন্টের জন্য বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে আয়োজক করতে পেরে আনন্দিত। মহিলাদের খেলাধুলাকে ত্বরান্বিত করা আইসিসির কৌশলগত অগ্রাধিকারগুলোর একটি। ইভেন্টগুলোকে আমাদের খেলাধুলার সবচেয়ে বড় বাজারে নিয়ে যাওয়া খেলাটির কোটি ভক্তের সাথে সংযোগ আরও গভীর করার সুযোগ করে দেয়।'
২০২৪ নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, '২০২৪ নারী বিশ্বকাপের আয়োজক দেশ হতে পারা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ সংবাদ। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আমি ধন্যবাদ দিতে চাই আআমদের এমন সময় ইভেন্টটি উপহার দেওয়া হচ্ছে যখন নারী ক্রিকেটের বেশ বিকাশ ও প্রসার ঘটছে।'
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন আরও বলেন, 'বিশেষ করে এটি বাংলাদেশ মহিলা ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দিবে, ছোট ছোট মেয়েদের ও নারী ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। আমাদের মহিলা ক্রিকেট ধীরে ধীরে উন্নতি করছে আর এই ইভেন্টটি বড় দলের সাথে আমরা লড়তে পারি সেটা দেখানোর দারুণ এক মঞ্চ। বড় বড় আইসিসি ইভেন্ট আয়োজন করার সুনাম আছে বাংলাদেশের, আমি আশা করছি ২০২৪ সালেও আমরা ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো।'

২০২৪-২০২৭ নারী ক্রিকেটের আগামী চারটি বিশ্ব আসরের স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। দশ দলের অংশগ্রহণে ২৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের এঔ বিশ্বকাপ।
২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। ২০২৭ নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে এ ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বাছাই পর্ব উতরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
২০১৪ সালে পুরুষদের সঙ্গে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল বাংলাদেশ। সভা শেষে আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে বলেন, 'আমরা নারীদের সাদা বলের ইভেন্টের জন্য বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে আয়োজক করতে পেরে আনন্দিত। মহিলাদের খেলাধুলাকে ত্বরান্বিত করা আইসিসির কৌশলগত অগ্রাধিকারগুলোর একটি। ইভেন্টগুলোকে আমাদের খেলাধুলার সবচেয়ে বড় বাজারে নিয়ে যাওয়া খেলাটির কোটি ভক্তের সাথে সংযোগ আরও গভীর করার সুযোগ করে দেয়।'
২০২৪ নারী বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, '২০২৪ নারী বিশ্বকাপের আয়োজক দেশ হতে পারা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ সংবাদ। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আমি ধন্যবাদ দিতে চাই আআমদের এমন সময় ইভেন্টটি উপহার দেওয়া হচ্ছে যখন নারী ক্রিকেটের বেশ বিকাশ ও প্রসার ঘটছে।'
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন আরও বলেন, 'বিশেষ করে এটি বাংলাদেশ মহিলা ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দিবে, ছোট ছোট মেয়েদের ও নারী ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। আমাদের মহিলা ক্রিকেট ধীরে ধীরে উন্নতি করছে আর এই ইভেন্টটি বড় দলের সাথে আমরা লড়তে পারি সেটা দেখানোর দারুণ এক মঞ্চ। বড় বড় আইসিসি ইভেন্ট আয়োজন করার সুনাম আছে বাংলাদেশের, আমি আশা করছি ২০২৪ সালেও আমরা ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো।'

একহারা গড়নের এক তরুণ পেসার উইকেট নিয়ে শূন্যে লাফ দিচ্ছেন। শফিউল ইসলামের উদযাপনটা বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমীর স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ব্রিস্টলে ইংল্যান্ডকে হারানোর সেই মুহূর্তটা।
৪৪ মিনিট আগে
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
১ ঘণ্টা আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
২ ঘণ্টা আগে