
আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।
২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।
এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট।
গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।

আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।
২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।
এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট।
গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে