নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

আসিথা ফার্নান্দোর বলটা স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন। রানের দৌড় শেষ করতে করতে আকাশের পানে চেয়ে থেকে চেনা উদ্যাপন। মুখাবয়বই বলে দিচ্ছিল, বড়সড় একটা চাপ মাথা থেকে সরালেন তামিম ইকবাল।
তামিমের দশম টেস্ট সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। টেস্ট ক্রিকেটের প্রতি বাংলাদেশ ওপেনারের অন্য রকম ভালো লাগা কাজ করে। ক্রিকেটের অভিজাত সংস্করণে সর্বশেষ সেঞ্চুরি ১১৭২ দিন আগে। অবশেষে অপেক্ষা ফুরোল তামিমের। নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
আজ টেস্টের তৃতীয় দিনে ১৫২ বলে ৮৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন সেঞ্চুরির চাপ মাথায় নিয়ে। বিরতির পর ১০ বলে তিন অঙ্ক ছোঁয়ার মধুর কাজটা সেরে ফেলেন। ৯৫ রানে দাঁড়িয়ে আসিথা ফার্নান্দোকে চার মেরে ৯৯ রানে পৌঁছান। পরের বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের হ্যামিলটন টেস্টে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম। এরপর সেঞ্চুরি পাওয়া হয়নি নিজের সর্বশেষ ১৫ ইনিংসে। এমন না যে রানে ছিলেন না। শুধু সেঞ্চুরিটাই পাওয়া হচ্ছিল না কোনোভাবে। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলেতে পরপর দুই টেস্টে কাছে গিয়েও সেঞ্চুরি পাওয়া হয়নি। হোম ভেন্যুতে সেই আক্ষেপ মেটালেন তামিম। শুরুতে জড়তা থাকলেও ইনিংস যত এগিয়েছে ততই সাবলীল খেলেছেন।
গতকাল দ্বিতীয় দিন ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তামিম। শ্রীলঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসকে চার মেরে ৭৩ বলে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি পূর্ণ করেন। ফিফটির হাত ধরেই এল সেঞ্চুরি।
বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ এর সর্বশেষ খবর:

আসিথা ফার্নান্দোর বলটা স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন। রানের দৌড় শেষ করতে করতে আকাশের পানে চেয়ে থেকে চেনা উদ্যাপন। মুখাবয়বই বলে দিচ্ছিল, বড়সড় একটা চাপ মাথা থেকে সরালেন তামিম ইকবাল।
তামিমের দশম টেস্ট সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। টেস্ট ক্রিকেটের প্রতি বাংলাদেশ ওপেনারের অন্য রকম ভালো লাগা কাজ করে। ক্রিকেটের অভিজাত সংস্করণে সর্বশেষ সেঞ্চুরি ১১৭২ দিন আগে। অবশেষে অপেক্ষা ফুরোল তামিমের। নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
আজ টেস্টের তৃতীয় দিনে ১৫২ বলে ৮৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন সেঞ্চুরির চাপ মাথায় নিয়ে। বিরতির পর ১০ বলে তিন অঙ্ক ছোঁয়ার মধুর কাজটা সেরে ফেলেন। ৯৫ রানে দাঁড়িয়ে আসিথা ফার্নান্দোকে চার মেরে ৯৯ রানে পৌঁছান। পরের বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের হ্যামিলটন টেস্টে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম। এরপর সেঞ্চুরি পাওয়া হয়নি নিজের সর্বশেষ ১৫ ইনিংসে। এমন না যে রানে ছিলেন না। শুধু সেঞ্চুরিটাই পাওয়া হচ্ছিল না কোনোভাবে। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলেতে পরপর দুই টেস্টে কাছে গিয়েও সেঞ্চুরি পাওয়া হয়নি। হোম ভেন্যুতে সেই আক্ষেপ মেটালেন তামিম। শুরুতে জড়তা থাকলেও ইনিংস যত এগিয়েছে ততই সাবলীল খেলেছেন।
গতকাল দ্বিতীয় দিন ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তামিম। শ্রীলঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসকে চার মেরে ৭৩ বলে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি পূর্ণ করেন। ফিফটির হাত ধরেই এল সেঞ্চুরি।
বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ এর সর্বশেষ খবর:

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে