Ajker Patrika

পৃথ্বী–কিশানরা বোঝালেন, ভারতের পাইপলাইন কত সমৃদ্ধ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৭: ৪০
পৃথ্বী–কিশানরা বোঝালেন, ভারতের পাইপলাইন কত সমৃদ্ধ

ভারতীয় ক্রিকেটের শক্তিশালী পাইপলাইন নিয়ে কম কথা হয়নি। সেই কথাগুলোর যথার্থতাই যেন কাল প্রমাণ করলেন পৃথ্বী শ, ঈশান কিশানরা। দ্বিতীয় সারির এক দল নিয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের কোনো পাত্তায় দেয়নি ভারত।

বিরাট কোহলির নেতৃত্বে ভারতের মূল দল ইংল্যান্ডে। শিখর ধাওয়ানের নেতৃত্বে অনেকটা দ্বিতীয় সারির দল একই সময়ে আছে শ্রীলঙ্কা সফরে। অর্জুনা রানাতুঙ্গা পর্যন্ত ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে সমালোচনা করেছেন। এখন তো দেখাই যাচ্ছে, ভারতের পাইপলাইন আসলেই কতটা শক্তিশালী।

শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের লক্ষ্যে ভারত যখন ব্যাট করছিল, একবারের জন্যও মনে হয়নি শ্রীলঙ্কা এই ম্যাচ জিততে পারবে। ম্যাচে ভারতের জয় ৭ উইকেটে আর ৮০ বল হাতে রেখে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দলের এই সহজ জয়ে অধিনায়ক শিখর ধাওয়ান কৃতিত্ব দিয়েছেন তরুণদের।

রান তাড়া করতে নেমে পৃথ্বী শ ও ঈশান কিশানের আগ্রাসী ব্যাটিং ছিল সত্যিই চোখে পড়ার মতো। রান তাড়া করতে নেমে পৃথ্বী শর ভয়ডরহীন ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না এটা ওয়ানডে ম্যাচ। ৫.৩ ওভারে ভারতের ৫৮ রানের ৪৩ রানই আসে পৃথ্বীর ব্যাট থেকে। পৃথ্বীর আউটের পর ঈশান কিশানও উইকেটে এসে প্রথম বল থেকেই চড়াও হন লঙ্কান বোলারদের ওপর।

ধনঞ্জয়া ডি সিলভাকে লং অন দিয়ে ছয় হাঁকিয়ে শুরু করেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। দুজনই ইনিংস বড় করতে না পারলেও তাঁদের দুটি বিস্ফোরক ইনিংসই ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছে। ম্যাচ শেষে তাই অধিনায়ক ধাওয়ানও এই দুই তরুণকে প্রশংসায় ভাসালেন, ‘সত্যি বলতে, নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ওদের ব্যাটিং দেখতে দারুণ লাগছিল। ওরা (পৃথ্বী ও ঈশান) দলের শক্তি অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তরুণ ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে সেরাদের বিপক্ষে খেলার প্রচুর সুযোগ পায়, যা ওদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পৃথ্বী আর ঈশান যেভাবে ব্যাট করছিল, ওরা প্রথম ১৫ ওভারেই ম্যাচটা সহজ করে দিয়েছে।’ 

শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জিততে বেগ পেতে হয়নি। কাল কলম্বোয় ৭ উইকেটের এই জয়ে ৩ ম্যাচ সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচের জয়ের সুখস্মৃতি নিয়ে আগামী ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চয় সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত