নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর-১০৫ /১। উইকেট একটির জায়গায় নিশ্চিন্তে আরও দুটি হতে পারত, কিন্তু হয়নি। না হওয়ায় বাংলাদেশ ফিল্ডারদের ব্যর্থতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে দুই আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফিল্ডারদের ব্যর্থতা আর ভাগ্যকে পাশে না পাওয়ায় সেশনটা রাঙাতে পারেননি বাংলাদেশ বোলাররা। আর তাতে প্রোটিয়াদের লিড ছাড়িয়ে গেছে ১৭৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে আগের দিনের ৬ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে ডিন এলগারের এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, বল স্ট্যাম্পে এতটা হিট করবে ভাবতে পারেননি তিনি।
পুরো সেশনে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ-ইবাদত হোসেন। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না কোনোভাবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান ইবাদত। প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
আরেক প্রান্তে ভাগ্যকে পাশে পেয়ে একের পর এক আউট থেকে বেঁচেছেন এলগার। মিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। দুই ওভার বিরতি দিয়ে ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে আবার এলগারের ক্যাচ ছাড়েন ইয়াসির রাব্বি। শেষ পর্যন্ত ৯২ বলে ৬২ রান নিয়ে লাঞ্চে যান প্রোটিয়া অধিনায়ক। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২১ রানে।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর-১০৫ /১। উইকেট একটির জায়গায় নিশ্চিন্তে আরও দুটি হতে পারত, কিন্তু হয়নি। না হওয়ায় বাংলাদেশ ফিল্ডারদের ব্যর্থতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে দুই আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফিল্ডারদের ব্যর্থতা আর ভাগ্যকে পাশে না পাওয়ায় সেশনটা রাঙাতে পারেননি বাংলাদেশ বোলাররা। আর তাতে প্রোটিয়াদের লিড ছাড়িয়ে গেছে ১৭৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে আগের দিনের ৬ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে ডিন এলগারের এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, বল স্ট্যাম্পে এতটা হিট করবে ভাবতে পারেননি তিনি।
পুরো সেশনে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ-ইবাদত হোসেন। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না কোনোভাবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান ইবাদত। প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
আরেক প্রান্তে ভাগ্যকে পাশে পেয়ে একের পর এক আউট থেকে বেঁচেছেন এলগার। মিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। দুই ওভার বিরতি দিয়ে ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে আবার এলগারের ক্যাচ ছাড়েন ইয়াসির রাব্বি। শেষ পর্যন্ত ৯২ বলে ৬২ রান নিয়ে লাঞ্চে যান প্রোটিয়া অধিনায়ক। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২১ রানে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে