ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এ মুহূর্তে সবচেয়ে বড় তারকা কে—সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? এমন এক প্রশ্ন গত কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কারও কাছে সেটি আবার অযাচিত প্রশ্ন। এরই মধ্যে স্বয়ং হামজাকেই এই আলোচিত প্রশ্ন করা হয়েছিল। এ তারকা ফুটবলার অবশ্য বিনয়ী হয়ে এগিয়ে রেখেছেন সাকিবকেই। যে সময় বাংলাদেশ ক্রিকেটের এ তারকা অলরাউন্ডার বোলিং নিষেধাজ্ঞার সময় পার করছিলেন।
প্রায় ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। তারপরও হামজা শ্রদ্ধাবোধ রেখেই বললেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগা স্টার। সে বিশ্ব পর্যায়ে অনেক বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না... (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’
হামজার সে কথার দুই দিন পরই সুখবর পেলেন সাকিব। সেটিও আবার যেখানে হামজার জন্ম হয়েছিল সেখান থেকেই পেলেন সুখবর। ১৯৯৭ সালের ১ অক্টোবর যুক্তরাজ্যের লেস্টারশায়ারের লাফবোরোয় জন্মগ্রহণ করেন। লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এবার পাস করলেন সাকিব। তৃতীয়বার পরীক্ষা দিয়ে পেলেন সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র।
ক্যারিয়ার একবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন সাকিব। তবে এবার যেখানে হামজার জন্ম সেখানেই সাকিবের নতুন শুরু বার্তা পেলেন। এখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে বাধা নেই তাঁর।
২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রথমবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেন মাঠের আম্পায়াররা। পর্যবেক্ষণে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে বোলিং থেকে নিষিদ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও সেটি বহাল থাকে। ছিটকে যান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।
গত বছরের ডিসেম্বরে লাফবোরোর পরীক্ষাকেন্দ্রে প্রথমবার এবং চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় তিনি পাস করতে ব্যর্থ হন। সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বোলিং অনুশীলনে, লাফবোরোতে দিয়েছেন পরীক্ষা। পুরোটা তাঁর সঙ্গে ছিলেন শৈশবের বিকেএসপির বন্ধু সিরাজ উল্লাহ খাদেম। সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে। তবে পেশাদার ক্রিকেট কোন লিগ দিয়ে শুরু করবেন সেটি এখনো জানা যায়নি। আর হামজা গেছেন প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এ মুহূর্তে সবচেয়ে বড় তারকা কে—সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? এমন এক প্রশ্ন গত কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কারও কাছে সেটি আবার অযাচিত প্রশ্ন। এরই মধ্যে স্বয়ং হামজাকেই এই আলোচিত প্রশ্ন করা হয়েছিল। এ তারকা ফুটবলার অবশ্য বিনয়ী হয়ে এগিয়ে রেখেছেন সাকিবকেই। যে সময় বাংলাদেশ ক্রিকেটের এ তারকা অলরাউন্ডার বোলিং নিষেধাজ্ঞার সময় পার করছিলেন।
প্রায় ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। তারপরও হামজা শ্রদ্ধাবোধ রেখেই বললেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগা স্টার। সে বিশ্ব পর্যায়ে অনেক বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না... (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’
হামজার সে কথার দুই দিন পরই সুখবর পেলেন সাকিব। সেটিও আবার যেখানে হামজার জন্ম হয়েছিল সেখান থেকেই পেলেন সুখবর। ১৯৯৭ সালের ১ অক্টোবর যুক্তরাজ্যের লেস্টারশায়ারের লাফবোরোয় জন্মগ্রহণ করেন। লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এবার পাস করলেন সাকিব। তৃতীয়বার পরীক্ষা দিয়ে পেলেন সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র।
ক্যারিয়ার একবার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন সাকিব। তবে এবার যেখানে হামজার জন্ম সেখানেই সাকিবের নতুন শুরু বার্তা পেলেন। এখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে বাধা নেই তাঁর।
২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রথমবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেন মাঠের আম্পায়াররা। পর্যবেক্ষণে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে বোলিং থেকে নিষিদ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও সেটি বহাল থাকে। ছিটকে যান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।
গত বছরের ডিসেম্বরে লাফবোরোর পরীক্ষাকেন্দ্রে প্রথমবার এবং চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় তিনি পাস করতে ব্যর্থ হন। সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বোলিং অনুশীলনে, লাফবোরোতে দিয়েছেন পরীক্ষা। পুরোটা তাঁর সঙ্গে ছিলেন শৈশবের বিকেএসপির বন্ধু সিরাজ উল্লাহ খাদেম। সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে। তবে পেশাদার ক্রিকেট কোন লিগ দিয়ে শুরু করবেন সেটি এখনো জানা যায়নি। আর হামজা গেছেন প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৬ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে