নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে এই মাসে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। শুরুতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের পরই আফগানদের ঢাকায় আসার কথা ছিল। তবে এখন আর তা হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পাঁচ দিন আগেই বাংলাদেশে আসতে চায় রশিদ খানরা।
দুই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। দীর্ঘ বিরতির কারণে হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে তারা। সে অনুযায়ী বিসিবির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবদার করেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে তারা। ঢাকায় পা রেখেই তারা চলে যাবে সিলেটে। সেখানেই জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হবে তাদের পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প।
আজ বুধবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে শিডিউল করা আছে, তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে আসবে।’
এদিকে ভেন্যু তালিকায়ও এসেছে পরিবর্তন। আফগানিস্তান দল সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলেও সেখানে হবে না সিরিজের কোনো ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনো সিরিজের সূচি নির্ধারণ না হলেও সব ম্যাচ ফ্লাডলাইটের আলোর নিচে আয়োজনের ভাবনা বিসিবির।
নিজামউদ্দিন বলেন, ‘আমরা মূলত সূচিটা চেষ্টা করব আজকেই ফাইনাল করে আপনাদের মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয়, সর্বোচ্চ কালকের মধ্যে দিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, এই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু হিসেবে ব্যবহার করব।’
করোনাভাইরাসের সংক্রমণের মাঝে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত বিসিবির। সুজন বলেন, ‘আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে এই মাসে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। শুরুতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের পরই আফগানদের ঢাকায় আসার কথা ছিল। তবে এখন আর তা হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পাঁচ দিন আগেই বাংলাদেশে আসতে চায় রশিদ খানরা।
দুই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। দীর্ঘ বিরতির কারণে হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে তারা। সে অনুযায়ী বিসিবির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবদার করেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে তারা। ঢাকায় পা রেখেই তারা চলে যাবে সিলেটে। সেখানেই জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হবে তাদের পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প।
আজ বুধবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে শিডিউল করা আছে, তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে আসবে।’
এদিকে ভেন্যু তালিকায়ও এসেছে পরিবর্তন। আফগানিস্তান দল সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলেও সেখানে হবে না সিরিজের কোনো ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনো সিরিজের সূচি নির্ধারণ না হলেও সব ম্যাচ ফ্লাডলাইটের আলোর নিচে আয়োজনের ভাবনা বিসিবির।
নিজামউদ্দিন বলেন, ‘আমরা মূলত সূচিটা চেষ্টা করব আজকেই ফাইনাল করে আপনাদের মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয়, সর্বোচ্চ কালকের মধ্যে দিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, এই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু হিসেবে ব্যবহার করব।’
করোনাভাইরাসের সংক্রমণের মাঝে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত বিসিবির। সুজন বলেন, ‘আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১০ ঘণ্টা আগে