আনোয়ার সোহাগ, ঢাকা

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারতীয় দল নিয়ে বেশির ভাগ আলোচনাই ছিল যশপ্রীত বুমরাকে ঘিরে। শেষ পর্যন্ত চোটে পড়ে দল থেকে ছিটকেই যান এই পেসার। কেউ কেউ ভারতের জন্য সেটা বিশাল ধাক্কা মনে করেছিলেন। কিন্তু পুরো আসরে একটি মুহূর্তের জন্যও বুমরার অভাব অনুভব করেনি ভারত। করতে দেননি তাদের স্পিনাররা।
১৫ জনের দলে ৫ স্পিনার দেখে খোদ ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনই অবাক হয়েছিলেন। দুবাইয়ে স্পিনাররা খুব টার্নের সহায়তা পান না। তবে অধিনায়ক রোহিত শর্মা পুরো আসরে যেভাবে স্পিনারদের ব্যবহার করেছেন, তাঁকে সাধুবাদ জানাতেই হয়। ফাইনালেও এর কোনো ব্যতিক্রম হয়নি।
অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে অলরাউন্ডার হিসেবে ধরা হলেও তাঁদের মূল কাজ বোলিং। বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের বাড়তি কোনো দায়িত্ব নেই। চার স্পিনারের ভেতর কেউ না কেউ জ্বলে উঠবেন, এটাই স্বাভাবিক। ‘র্যাঙ্ক টার্নার’ হিসেবে খ্যাতি নেই কারও। কিন্তু কাউকে খুব একটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টুর্নামেন্টজুড়ে ৪৭ উইকেটের মধ্যে ২৬ উইকেটই (৫৫.৩১ শতাংশ) নিয়েছেন ভারতীয় স্পিনাররা। সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন বরুণ, ৭টি কুলদীপের। ৫টি করে শিকার জাদেজা ও অক্ষরের। তাঁদের ঘূর্ণিজাদুতে কোনো ম্যাচেই প্রতিপক্ষ দল ৩০০ রানের ধারেকাছেও ঘেঁষতে পারেনি।
দুবাইয়ের গতকালের উইকেটেই পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ভারত। সেদিন বোলিংয়ে ২.৮ ডিগ্রি টার্ন হচ্ছিল বল। কিন্তু ফাইনালে প্রথম ইনিংসে গড়ে ২ ডিগ্রির বেশি ঘোরেনি বল। অথচ কিউইদের সময় টার্ন ছিল ৩.৪ ডিগ্রি। তবু তপ্ত গরমে মাথা ঠান্ডাই ছিল ভারতীয় স্পিনারদের। কোনো ধরনের ছটফট বা হতাশ না হয়ে লেংথ-গতি বুঝে বল করে গেছেন তাঁরা, সেটাই তাঁদের এনে দিয়েছে সাফল্য।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। বিশেষ করে মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে বেশ সানন্দেই খেলতে থাকেন দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং। তাঁদের থামাতে তাই ষষ্ঠ ওভারেই বরুণকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। ব্যস আরকি! এর পর থেকেই কিউইদের রানের গতি নিম্নমুখী।
নিজের দ্বিতীয় ওভারেই ইয়াংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ব্রেক-থ্রু এনে দেন বরুণ। আগের ম্যাচগুলোয় শুরুর দিকে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে হতো কুলদীপের। গতকাল বোলিংয়ে যখন আসেন, নির্ভারই ছিল নিউজিল্যান্ড। স্পিনের বিপক্ষে তাদের দুই সেরা ব্যাটার রবীন্দ্র ও কেন উইলিয়ামসন তখন উইকেটে। তাতে অবশ্য কুলদীপের থোড়াই কেয়ার। নিজের প্রথম বলেই তিনি সাজঘরে ফেরান রবীন্দ্রকে। দ্বিতীয় ওভারে পেয়ে উইলিয়ামসনকে তুলে নিয়ে শিকার করেন বড় মাছ। তখনই তিনি বুঝে যান কবজির প্রয়োগটা ভালোমতো করতে হলে কমিয়ে আনতে হবে গতি।
দ্রুত ৩ উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় কিউইরা। তবু আত্মতুষ্টিতে ভোগেনি ভারত বরং আরও জোরালোভাবে টুঁটি চেপে ধরে রাখে। ১১ থেকে ৪০ ওভার পর্যন্ত কোনো পেসারকেই আক্রমণে আনেননি রোহিত। একপ্রান্ত থেকে কুলদীপের আক্রমণাত্মক বোলিং, তো অন্য প্রান্তে রান কমানোর চেষ্টায় ছিলেন অক্ষর। ঠিক একই কাজটা করে যান বরুণ ও জাদেজা। চার স্পিনারের ৩৮ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৪৪ রানই করতে পেরেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ১২৫ বলই ছিল ডট। কুলদীপের পাশাপাশি ২ উইকেট পেয়েছেন বরুণও। একটি শিকার জাদেজার। কোনো উইকেট না পেলেও ৮ ওভারে ২৯ রান দিয়েছেন অক্ষর। তাই অনুযোগের কোনো সুযোগ নেই।
দেখছেন না রোহিত। শিরোপা জিতে শুরুতে স্পিনারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি, ‘তাদের নিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু কখনোই তারা হতাশ করেনি। আমরা তাদের শক্তিমত্তা বুঝে নিজেদের মতো করে কাজে লাগিয়েছি। বোলিংয়ে আমরা বেশ ধারাবাহিক ছিলাম।’ সেই ধারাবাহিকতাই রোহিতদের নিয়ে গেছে সফলতার মঞ্চে।

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারতীয় দল নিয়ে বেশির ভাগ আলোচনাই ছিল যশপ্রীত বুমরাকে ঘিরে। শেষ পর্যন্ত চোটে পড়ে দল থেকে ছিটকেই যান এই পেসার। কেউ কেউ ভারতের জন্য সেটা বিশাল ধাক্কা মনে করেছিলেন। কিন্তু পুরো আসরে একটি মুহূর্তের জন্যও বুমরার অভাব অনুভব করেনি ভারত। করতে দেননি তাদের স্পিনাররা।
১৫ জনের দলে ৫ স্পিনার দেখে খোদ ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনই অবাক হয়েছিলেন। দুবাইয়ে স্পিনাররা খুব টার্নের সহায়তা পান না। তবে অধিনায়ক রোহিত শর্মা পুরো আসরে যেভাবে স্পিনারদের ব্যবহার করেছেন, তাঁকে সাধুবাদ জানাতেই হয়। ফাইনালেও এর কোনো ব্যতিক্রম হয়নি।
অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে অলরাউন্ডার হিসেবে ধরা হলেও তাঁদের মূল কাজ বোলিং। বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের বাড়তি কোনো দায়িত্ব নেই। চার স্পিনারের ভেতর কেউ না কেউ জ্বলে উঠবেন, এটাই স্বাভাবিক। ‘র্যাঙ্ক টার্নার’ হিসেবে খ্যাতি নেই কারও। কিন্তু কাউকে খুব একটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টুর্নামেন্টজুড়ে ৪৭ উইকেটের মধ্যে ২৬ উইকেটই (৫৫.৩১ শতাংশ) নিয়েছেন ভারতীয় স্পিনাররা। সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন বরুণ, ৭টি কুলদীপের। ৫টি করে শিকার জাদেজা ও অক্ষরের। তাঁদের ঘূর্ণিজাদুতে কোনো ম্যাচেই প্রতিপক্ষ দল ৩০০ রানের ধারেকাছেও ঘেঁষতে পারেনি।
দুবাইয়ের গতকালের উইকেটেই পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ভারত। সেদিন বোলিংয়ে ২.৮ ডিগ্রি টার্ন হচ্ছিল বল। কিন্তু ফাইনালে প্রথম ইনিংসে গড়ে ২ ডিগ্রির বেশি ঘোরেনি বল। অথচ কিউইদের সময় টার্ন ছিল ৩.৪ ডিগ্রি। তবু তপ্ত গরমে মাথা ঠান্ডাই ছিল ভারতীয় স্পিনারদের। কোনো ধরনের ছটফট বা হতাশ না হয়ে লেংথ-গতি বুঝে বল করে গেছেন তাঁরা, সেটাই তাঁদের এনে দিয়েছে সাফল্য।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। বিশেষ করে মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে বেশ সানন্দেই খেলতে থাকেন দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং। তাঁদের থামাতে তাই ষষ্ঠ ওভারেই বরুণকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। ব্যস আরকি! এর পর থেকেই কিউইদের রানের গতি নিম্নমুখী।
নিজের দ্বিতীয় ওভারেই ইয়াংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ব্রেক-থ্রু এনে দেন বরুণ। আগের ম্যাচগুলোয় শুরুর দিকে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে হতো কুলদীপের। গতকাল বোলিংয়ে যখন আসেন, নির্ভারই ছিল নিউজিল্যান্ড। স্পিনের বিপক্ষে তাদের দুই সেরা ব্যাটার রবীন্দ্র ও কেন উইলিয়ামসন তখন উইকেটে। তাতে অবশ্য কুলদীপের থোড়াই কেয়ার। নিজের প্রথম বলেই তিনি সাজঘরে ফেরান রবীন্দ্রকে। দ্বিতীয় ওভারে পেয়ে উইলিয়ামসনকে তুলে নিয়ে শিকার করেন বড় মাছ। তখনই তিনি বুঝে যান কবজির প্রয়োগটা ভালোমতো করতে হলে কমিয়ে আনতে হবে গতি।
দ্রুত ৩ উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় কিউইরা। তবু আত্মতুষ্টিতে ভোগেনি ভারত বরং আরও জোরালোভাবে টুঁটি চেপে ধরে রাখে। ১১ থেকে ৪০ ওভার পর্যন্ত কোনো পেসারকেই আক্রমণে আনেননি রোহিত। একপ্রান্ত থেকে কুলদীপের আক্রমণাত্মক বোলিং, তো অন্য প্রান্তে রান কমানোর চেষ্টায় ছিলেন অক্ষর। ঠিক একই কাজটা করে যান বরুণ ও জাদেজা। চার স্পিনারের ৩৮ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৪৪ রানই করতে পেরেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ১২৫ বলই ছিল ডট। কুলদীপের পাশাপাশি ২ উইকেট পেয়েছেন বরুণও। একটি শিকার জাদেজার। কোনো উইকেট না পেলেও ৮ ওভারে ২৯ রান দিয়েছেন অক্ষর। তাই অনুযোগের কোনো সুযোগ নেই।
দেখছেন না রোহিত। শিরোপা জিতে শুরুতে স্পিনারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি, ‘তাদের নিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু কখনোই তারা হতাশ করেনি। আমরা তাদের শক্তিমত্তা বুঝে নিজেদের মতো করে কাজে লাগিয়েছি। বোলিংয়ে আমরা বেশ ধারাবাহিক ছিলাম।’ সেই ধারাবাহিকতাই রোহিতদের নিয়ে গেছে সফলতার মঞ্চে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে